মুশফিকের মুখে দর্শক-খরার কারণ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:২৫

ক্রিকেটে এখন চলছে ফ্র্যাঞ্চাইজি লিগের স্বর্ণযুগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে যার শুরু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাল মিলিয়ে আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নামে ফ্র্যাঞ্চাইজি লিগের। ৬ষ্ঠ বারের মতো শুরু হয়েছে বিপিএল। কিন্তু গত পাঁচ আসরের তুলনায় অনেকটা ফাঁকা গ্যালারিতেই হচ্ছে এবারের আসর।

বুধবার মাঠে গড়ালো আসরের চতুর্থ দিনের খেলা। বরাবরের মতো খালি ছিল শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম। তার আগেরদিন রংপুর-কুমিল্লা ম্যাচে কিছু দর্শক অবশ্য দেখা গিয়েছিল। কিন্তু একম্যাচ বাদে আবারও ফাঁকা হয়ে পড়লো মিরপুরের গ্যালারি। এদিন দিনের প্রথম খেলায় সিলেট-চিটাগং মুখোমুখি হয়েছিল। খেলাটি রোমাঞ্চকর লড়াই উপহার দিলেও তা দেখার জন্য হাতেগোনা দর্শক ছিল গ্যালারিতে।

ম্যাচ শেষ মুশফিকুর রহিম দর্শক-খরা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। ফাঁকা গ্যালারি নিয়ে মুশফিকের সোজাসাপ্টা জবাব হলো খেলা দেখার সহজলভ্যতা। তার মতে, ‘ফাঁকা গ্যালারি তো থাকবেই, মোবাইলে খেলা লাইভ দেখতে পারে, বাসায় বসে বসে আরামে খেলা দেখা যায়, মানুষ যখন বাইরে কাজ করে তখন মোবাইলে বা টিভিতে খেলা দেখে। কারণ, তারা এখন খুব সহজে খেলাটি দেখতে পারছে।’

মুশফিক উদাহরণ হিসিবে টেনেছেন আগেরকার দিনের খেলাগুলোর কথা। তিনি বলেন, ‘আগে মোহামেডান-আবাহানী ম্যাচের খেলা দেখার সুযোগ ছিল না, তাই এগুলো মাঠে এসে দেখতে হতো।’

চিটাগং ভাইকিংসের অধিনায়ক দর্শকদের আহ্বান জানিয়েছেন মাঠে এসে খেলা দেখার জন্য। আশা রেখেছেন, পরের ম্যাচগুলোতে দর্শক আরও হবে। তার কথায়, ‘আমি দর্শকরে উদ্দেশ্যে এটাই বলব এত বড় বড় প্লেয়াররা আসছে। স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাইলে আর কোথায় দেখবেন। আশা করছি,সামনের ম্যাচগুলোতে আরও দর্শক হবে।’

জয় দিয়ে বিপিএল শুরু করা চিটাগং ভাইকিংস নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হোঁচট খায়। বুধবার ম্যাচের শেষ পর্যন্ত লড়েও পাঁচ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভাইকিংসদের। তবে হারের পরেও দল ঠিক পথে আছে বলেই মনে করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তার কথায়, ‘সব টিমই চায় যে শুরুটা ভালো হোক। টিমের কম্বিনেশনটা যেন ভালো হয়, আর টিম জিতলে যেই কম্বিনেশনেই খেলেন না কেন, মনে হবে সঠিক পথে আছে। কিন্তু আমি আমার দল নিয়ে অনেক খুশি। তাদের পারফরম্যান্সে খুশি। সবমিলিয়ে আমাদের সবার পারফরম্যান্স ভালো ছিল। আমি বলবো আমাদের দল সঠিক পথে আছে।’

চিটাগংয়ের হারের বল হাতে আগুন ঝরিয়েছেন সিক্সার্স তারকা তাসকিন আহমেদ। ২৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন তিনি। তার পারফর্ম প্রসঙ্গে মুশফিক বলেন, ‘ইনজুরি থেকে ফিরে গত ম্যাচেও খারাপ করেনি। হয়তো একটা ওভার খারাপ হয়ে গেছে। আর আফ্রিদি আপনারা জানেন, উনি ফর্মে থাকলে যে কাউকে মারতে পারেন। সেদিনও খারাপ করেনি। আর আজকে (বুধবার) তো খুবই ভাল বল করেছে। আমাদের লোকাল যারা ভাল খেলবে এটা তো অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভাল নিদর্শন।’

(ঢাকাটাইমস/৯ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :