ভারতে শীর্ষ রাজনৈতিক পদে রূপান্তরকামী নারী

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১০:৩২
রাহুল গান্ধী ও সুস্মিতা দেবের সঙ্গে অপ্সরা রেড্ডি (সর্ব ডানে)

ভারতে শীর্ষ রাজনৈতিক পদ পেয়েছেন পুরুষ থেকে নারী হওয়া অপ্সরা রেড্ডি। ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের মহিলা শাখার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। অপ্সরা রেড্ডির সঙ্গে একটি ছবি তুলে এই ঘোষণা নিজেই দিয়েছেন কংগ্রেস সভাপতি।

এই প্রথম ভারতের কোনও জাতীয় রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন রূপান্তরকামী নারী। কংগ্রেসে যোগ দেওয়ার আগে অপ্সরা তামিলনাডু ভিত্তিক রাজনৈতিক দল এআইএডিএমকে এর মুখপাত্র ছিলেন।

জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বলেন, ‘অপ্সরার সঙ্গে আমার কলকাতাতেই কয়েক মাস আগে আলাপ হয়। ওর রাজনৈতিক চিন্তাভাবনার স্বচ্ছতা খুব পছন্দ হয়েছিল। তখনই ওকে কংগ্রেসে আসতে আহ্বান জানাই। এরপরে রাহুল গান্ধীর সঙ্গেও ওর ব্যাপারে কথা বলি। রাহুল গান্ধী সঙ্গে সঙ্গেই বলেন যে রূপান্তরকামীদেরও দলে জায়গা দেওয়ার প্রয়োজন আছে। তারপরেই মঙ্গলবার রাহুল গান্ধীর সামনে অপ্সরা দলে যোগ দিয়েছেন।’

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় ইংরেজী দৈনিকে সাংবাদিক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অপ্সরা। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার সময় থেকেই নানা ধরণের অ্যাক্টিভিজমের সঙ্গেও যুক্ত ছিলাম। সবসময়েই মনে হত যে আরও বড় কিছু করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার- যেখানে আমি বৃহত্তর সমাজের জন্য নীতিগত কিছু বদল ঘটাতে পারব। সেই জায়গা থেকেই এআইএডিএমকে দলে গিয়েছিলাম। তারা একটা দ্রাবিঢ় সংগঠন হয়েও আমাকে যে জায়গা দিয়েছিল, এরকম একটা মূলস্রোতের জায়গায় একজন রূপান্তরীকে গ্রহণ করেছে, সেটা নি:সন্দেহে বড় ব্যাপার।’

তিনি বলেন, অনেকেই বলত যে ভারতে থেকে এধরণের কর্মকান্ড চালানো কঠিন, লোকে হাসবে তাকে দেখে। বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল অনেকে। কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করে একদিকে যেমন সাংবাদিকতা চালিয়ে গেছেন, তেমনই রূপান্তরকামীদের অধিকার নিয়ে সারা দেশে দৌড়িয়ে বেরিয়েছেন অপ্সরা রেড্ডি।

কংগ্রেস যদিও এক রূপান্তরীকে নেতৃত্বে এনেছে, কিন্তু জাতীয় স্তরের অন্য কোনও রাজনৈতিক দল কেন এগিয়ে আসেনি? এমনকি প্রগতিশীল দল বলে পরিচিত বামপন্থীরাও নয়! এমনটি জানতে চাইলে অপ্সরা বলেন, ‘রাহুল গান্ধী নতুন প্রজন্মের নেতা, তাই তিনি একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। আশা করব অন্য দলগুলোও এবার এই পথ অনুসরণ করবে। কিন্তু তার আগে ভাবা দরকার রূপান্তরকামী কেন, নারীদের নিয়েও বা আদৌ কতটা ভাবে রাজনৈতিক দলগুলো? বিজেপি বা আরএসএসকেই দেখুন না! কজন নারী আছেন সেখানে?’

নিজেদের গোষ্ঠীর মধ্যে থেকে একজন জাতীয় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় খুশি রূপান্তরকামীরা। রূপান্তরকামী নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা বলেন, ‘কংগ্রেসের মতো দলে ওর এই পদ পাওয়া নিঃসন্দেহে রূপান্তরকামীদের কাছে একটা বড় পাওয়া। আমরা নাচ, গান, শিক্ষা বা অধ্যাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াচ্ছি। সেরকমই রাজনীতিও যে আমরা বুঝি, সেই জায়গাটাকেই সম্মান দিল কংগ্রেস দল।’

রঞ্জিতা আরও বলেন যে, নীতি প্রণয়ণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও রূপান্তরকামীরা যে থাকতে পারে, নিজেদের গোষ্ঠীর জন্য লড়তে পারে, সেই ব্যবস্থাই করা উচিত সব দলের, সব সরকারের।

ঢাকা টাইমস/১০জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :