জয়পুরহাটে গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল পাচার

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে গ্যাস সিলিন্ডারে ভরে পাচারের সময় ভারতীয় ৭৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুইজন মাদক কারবারি বলে বিজিবি জানিয়েছে।

তারা হলেন, জয়পুরহাট জেলার দেবীপুর এলাকার আকতার হোসেনের ছেলে বাবু (২৬) ও একই এলাকার আ. ছালামের ছেলে হোসাইন (১৯)।

কয়া ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানায়, গ্যাসের সিলিন্ডারে ফেনসিডিল ভর্তি করে ভ্যানযোগে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এসময় একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে সিলিন্ডারের ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

মাদক বহনের দায়ে মাদক আইনে মামলা দিয়ে আটক দুইজনকে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঢাকা টাইমস/১০জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :