রংপুর ম্যাচ নিয়ে নিশ্চিন্ত ঢাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:০৬

বিপিএলে এবার শুরুটা দারুণ করেছে গত আসরের রানার্স আপ দল ঢাকা ডায়নামাইটস। আগামীকাল (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা। মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। রংপুর দলটি অনেক শক্তিশালী। তবে এই ম্যাচে মাঠে নামার আগে নিশ্চিন্ত ঢাকা।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে ঢাকা ডায়নামাইটসের বিদেশি তারকা ইয়ান বেল বলেন, ‘বড় ম্যাচ, বড় খেলোয়াড়। ছেলেরা ভালো অনুশীলন করেছে। আমি ম্যাচটির জন্য অপেক্ষা করছি। আশা করছি, দারুণ একটি ম্যাচ হবে। কেবল টুর্নামেন্ট শুরু হলো। দুটি দলই শক্তিশালী। ম্যাচটি অনেক বড়। কিন্তু ছেলেরা যেভাবে খেলছে তাতে তারা নিশ্চিন্ত অবস্থায় আছে। কিন্তু আগের চেয়ে কঠোর অনুশীলন করেছে। আমরা মাঠে নামব, মজা করব, নিজেদের মেলে ধরব। দল হিসাবে আমরা এটাই করছি।’

এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন বেল। প্রথম দুই ম্যাচে তিনি একাদশে জায়গা পাননি। তবে বাংলাদেশে সময়টা তিনি উপভোগ করছেন। এ বিষয়ে বেল বলেন, ‘বাংলাদেশে সময়টা আমি উপভোগ করছি। টুর্নামেন্টের শুরুতে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দুইটি জয় পেয়েছি। বিষয়টি দারুণ। আশা করি, আমি কিছু ম্যাচ খেলার সুযোগ পাব। কিন্তু দলের শুরুটা অসাধারণ। আমরা ভাগ্যবান যে, আমাদের দলে বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। সবাই ভালো খেলছে। যদি আমি সুযোগ পাই তাহলে সেটা দারুণ। যদি না পাই তাহলে এখান থেকে তো আমি অনেক কিছু শিখছি। এখানে চমৎকার সুযোগ সুবিধা পাচ্ছি।’

বিপিএল নিয়ে বেল বলেন, ‘এই টুর্নামেন্টটি উপভোগ্য। আমি অনেক টেস্ট ম্যাচ খেলেছি। কিন্তু বেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পাইনি। আমি মনে করি, এটা দারুণ এক অভিজ্ঞতা। সাকিবের মতো খেলোয়াড়ের সাথে খেলাটা দারুণ কিছু। আমি এর আগে তার বিপক্ষে খেলেছি। কিন্তু একসাথে খেলিনি।’

এবারের টুর্নামেন্টে রংপুর ও ঢাকাকে টপ ফেভারিট ভাবা হচ্ছে। দুটি দলই তারকা খেলোয়াড়ে ঠাসা। বিপিএলে গত পাঁচ আসরের মধ্যে চারবার শিরোপা জিতেছে ঢাকা। তবে অধিনায়ক হিসাবে চারবার শিরোপা জিতেছেন রংপুর রাইডার্সের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুইবার ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে, একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ও একবার রংপুর রাইডার্সের হয়ে শিরোপা জেতেন তিনি।

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :