ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের অর্থপাচার মামলায় আংশিক চার্জশুনানি

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৯:০৮

একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ তিনজনের বিরুদ্ধে অর্থপাচারের মামলায় অভিযোগ (চার্জ) গঠনে আংশিক শুনানি শুনেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৬নম্বর বিশেষ জজ ড. মো. শেখ গোলাম মাহবুবের আদালত এ শুনানি গ্রহণ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের পক্ষে এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন শেখ আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আইনগত বিষয়ে আরও শুনানির প্রয়োজন আছ উল্লেখ করে আরেকদিন শুনানি গ্রহণ করবেন বলে জানান আদালত।

প্রসিকিউটর জাহাঙ্গীর জানান, মামলার ৩নং আসামি একুশে টিভির সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্স) মো. ফজলুর রহমান শিকদারকে চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা রাজসাক্ষী করার কথা বলেছেন। তাই আইনগত প্রশ্ন দেখা দিয়েছে, তার বিরুদ্ধে চার্জগঠন করা যাবে কি না। এ বিষয়েই আরও শুনানি গ্রহণ করতে চেয়েছেন আদালত।

শুনানিকালে জামিনে থাকা আসামি আব্দুস সালাম ও তার ভাই একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে পরিচালক) আশরাফুল আলম আদালতে হাজির ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ইটিভির ২৬ লাখ ৭০ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম কারাগারে থাকাকালে তার ভাই আশরাফুল আলমকে দিয়ে ৩০ হাজার ইউরো মুদ্রা ক্রয় করেন। যার মধ্যে ১০ হাজার ইউরো তার জার্মান প্রবাসী ভাই কাকনের কাছে পাঠান। বাকি ২০ হাজার ইউরো আসামি সালামের জন্য ম্যানেজার ফজলুর রহমান তার শাশুড়ির ধলপুরের বাসায় রাখেন। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর র‌্যাব অভিযান চালিয়ে জব্দ করে। ওই ঘটনায় তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৩ এপ্রিল রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম।

তদন্তের পর গত বছরের ৮ এপ্রিল আদালতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে বলা হয়, তদন্তে এজাহারভুক্ত আসামি ফজলুর রহমান শিকদার লিখিতভাবে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। তিনি দাবি করেন, তিনি তার নিয়োগকর্তার নির্দেশে ইউরো মুদ্রা ক্রয় ও সংরক্ষণ করেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :