ঘুষের ছয় লাখ টাকাসহ হাতেনাতে ধরা

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ২০:১১ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষের ছয় লাখ টাকাসহ এক রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। তার নাম নাজিম উদ্দিন আহমেদ। তিনি রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) পদে কর্মরত।

অভিযোগ প্রদানের হটলাইন ১০৬ কল পেয়ে ব বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদক। অভিযানের নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। অভিযানে অংশ নেন দুদকের সহকারী পরিচালক জাফর আহমেদ ও মো. হুমায়ুন কবীর।

দুদক জানায়, সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে ঘুষ নেয়ার বিষয়ে দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ দেয় ভুক্তভোগী  জাহাজ কোম্পানির প্রতিনিধিরা। পরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান পরিচালনার নির্দেশ দেন।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী গণমাধ্যমকে জানান, রাজস্ব আদায়ের প্রবেশদ্বার দুর্নীতিমুক্ত করতে এই অভিযান চালানো হয়েছে। ঘুষের ছয় লাখ টাকাসহ গ্রেপ্তার রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।