হারলেও ম্যাচটি মাশরাফির কাছে সেরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

গ্যালারি ভরপুর দর্শক। ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়, নতুন সুযোগ পাওয়া আলিস আল ইসলামের হ্যাটট্রিক আর সবমিলিয়ে টানটান উত্তেজনায় ঢাকা ডায়নামাইটসের জয়। মিরপুরে শুক্রবার ম্যাচটিতে শেষ মুহূর্তে এসে ২ রানে হারে মাশরাফির রংপুর রাইডার্স। তবে হারের পরও এই ম্যাচকে এবারের আসরের সেরা ম্যাচ বলছেন রংপুর অধিনায়ক। সংবাদ সম্মেলনে ম্যাচের পাশাপাশি উইকেটেরও প্রশংসা করেন অধিনায়ক।

ষষ্ঠ আসরের জমজমাট এই ম্যাচে হারের পর মাশরাফি বলেন, ‘বিপিএলে মনে হয় আজকেই সেরা ম্যাচটা হয়েছে। উইকেট যেরকম ছিল এরকম থাকলে আরো এমন ম্যাচ দেখা যাবে। আজ উইকেটটাও অনেক ভালো ছিল।’

রাইলি রুশোর আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন মাশরাফি। তার কথায়, ‘আমার কাছে মনে হয়, রুশোর আউটটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপর দুটো সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া। রানটা এতো হওয়ার কথা ছিল না ওদের। আমরা অনেক বাজে ফিল্ডিং করছি।’

মূলত বিপিএলে প্রথম সুযোগ পাওয়া অ্যালিস ইসলাম বদলে দিয়েছেন ম্যাচের ফলাফল। বড় আসরে নিজের অভিষেকেই হ্যাটট্রিক করে ঢাকাকে জিতিয়েছেন তিনি। অথচ এই বোলারকে চিনতেনই না কোনো ব্যাটসম্যান। এমনকি মিরপুর শের-ই-বাংলায় এটাই ছিল নতুন অ্যালিসের প্রথম ম্যাচ। মাশরাফির কথায়, ‘আমাদের একাদশে যারা খেলেছে তাদের দু’একজন তাকে চিনে। আর বিদেশিরা তো না জানারই কথা।’

এরপর অ্যালিসের প্রসংশায় মাশরাফি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ও দারুণ বল করেছে। বলে ভ্যারিয়েশন আছে। ওর জন্যও ভালো হয়েছে যে এই ধরনের স্টেজে এসে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো বল করে ম্যাচ জিতিয়েছে। তাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে।’

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :