বরিশালে তিন দিনব্যাপী পৌষ মেলা শুরু

বরিশাল ব্যুরো
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৯, ২২:২১

‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আ য় আ য় আয়’ এই স্লোগানে বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা।

উদ্বোধনী দিনেই পিঠাপুলির সাথে ছিল গ্রাম বাংলার ঐতিহ্য গান এবং নৃত্যে মুখরিত মেলা প্রাঙ্গণ।

শুক্রবার বিকাল ৫টায় বরিশাল নগরের জগদীশ সারস্বত গার্সল স্কুল অ্যান্ড কলেজে ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে’ গান এবং প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধন পরপরই শুরু হয় নৃত্যানুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম গ্রামের ঐহিত্য সম্পর্কে জানে না। এ মেলার মধ্যদিয়ে নতুন প্রজন্ম জানতে পারবে গ্রাম বাংলার ঐতিহ্য’।

আর তাই এমন একটি পৌষ মেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মেয়র।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :