আজ জিততে পারবে টাইটানসরা?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ০৯:৪১
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ

বিপিএলে এবারের আসরটা খুব বাজে কাটছে খুলনা টাইটানসের। হার দিয়ে শুরু করা মাহমুদউল্লাহরা কিছুতেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। টানা তিন পরাজয় নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আজ চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা। প্রতিপক্ষ কম শক্তিশালী হওয়ায় টাইটানসদের বড় সুযোগ হতে পারে ম্যাচটি। মিরপুর শের-ই বাংলা ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স। একই ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ইতোমধ্যে চলমান আসরের ১০টি ম্যাচ শেষ হয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে খুলনা টাইটানস। শুরুটা হয়েছিল মাশরাফির রংপুর রাইডার্সদের কাছে হার দিয়ে। পরের ম্যাচে তারা ধাক্কা খায় শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের কাছে। আর তৃতীয় ম্যাচে মেহেদী মিরাজের রাজশাহী কিংসের কাছে হারে তারা। টানা তিন পরাজয় নিয়ে বেশ ব্যকফুটে মাহমুউল্লাহ রিয়াদের দল।

তাই জয়ের ধারায় ফিরতে এই একটি ম্যাচই হতে পারে টাইটানসদের ট্রাম্প কার্ড। কারণ আসরের অন্য দলগুলোর তুলনায় অনেকটা কম শক্তিশালী চিটাগং ভাইকিংস। আর এই একটি জয় বদলে দিতে পারে টাইটানসকে। তেমনটা মনে করেন, দলটির কোচ মাহেলা জয়াবর্ধনে। তার কথায়, দলের এখন যা অবস্থা, একটি জয় আমাদের খুব দরকার। আর একটি জয়ই আমারে দলটাকে বদলে দিতে পারে।’

অন্যদিকে বেশ একটা সুবিধায় নেই মুশফিকুর রহিমের ভাইকিংসও। কারণ, প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সিলেটের কাছে হারে তার দল। শেষ ম্যাচের হারে কিছুটা হতাশায় তারাও। তাই জয়ে ফিরতে এই ম্যাচকে ভাইকিংসরাও কাজে লাগাতে চাইবেন নিঃসন্দেহে। যার জন্য তিন ম্যাচ হারা খুলনাকে কোনোভাবেই ছোট করে দেখছেন না চিটাগংয়ের খেলোয়াড় ইয়াসির আলী। গতকাল তিনি জানান, ‘খুলনা টাইটানস তিনটি ম্যাচ হেরেছে। কিন্তু অবশ্যই ওদের দল অনেক ভালো। সুতরাং ওদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই চেষ্টা করব শতভাগ দিয়ে খেলতে। জেতার চেষ্টা করব। সেরা ক্রিকেট খেলতে পারলে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতব।’

সবকিছু মিলিয়ে দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কিন্তু আসরে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে মরিয়া থাকবে খুলনা টাইটানস। সেই আক্ষেপ আজ মিটবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

অপরদিকে ঢাকা ডায়নামাইটস এবং সিলেট সিক্সার্সের লড়াইয়ে নিশ্চিতভাবে এগিয়ে সাকিব আল হাসানের ঢাকা। প্রতিবারই ক্রিকেট যুদ্ধে দল গঠনেও এগিয়ে তারা। এবার এখন পর্যন্ত হারের মুখ দেখেননি সাকিবরা। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থান ধরে রেখেছে তারা। গতকাল মাশরাফির রংপুরকে ২ রানে হারায় ডায়নামাইটস। যার কারণে ঢাকাকে হারানো বেশ চ্যালেঞ্জিং হতে পারে সিক্সার্সদের জন্য। তারপরও সিক্সার্স তারকা তাসকিন আহমেদ জানান, ভালো অবস্থানেই আছে তার দল। তার কথায়, ‘সবাই ভালো ছন্দে আছে, উপভোগ করছে। আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম। এরপরও সবাই ভালোই ছিল। দ্বিতীয় ম্যাচ জিতেছি। সবমিলিয়ে ভালো মেজাজে আছি আমরা। এভাবে থাকলে টুর্নামেন্টে ভালো কিছু হবে বলে আশা করি।’

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :