ছবি তুলে পুরস্কার পেলেন যারা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৫৭

ফটোআপলোড প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছে দেশের প্রথম ফটোগ্রাফির ডিজিটাল কন্টেন্ট মার্কেটপ্লেস পিক্সমামা। উদীয়মান ফটোগ্রাফারদের ছবি তোলাকে পেশা হিসেবে বেছে নেয়ায় উৎসাহিত করতে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

ফিক্সমামার ওয়েভ সাইটে ছবি আপলোডের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হয়।

আজ রাজধানী ঢাকার গুলশানে রবির কর্পোরেট অফিসে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ফ্রিল্যান্স ফটোগ্রাফার তানভীর অনিক চ্যাম্পিয়ন এবং আয়মান নাকিব ও তপন কর্মকারভ দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও ৩০ জন প্রতিযোগীকে ক্রেস্ট এর পাশাপাশি সার্টিফিকেট ও টি-শার্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপেজেএ) এর সভাপতি গোলাম মোস্তফা, ফটোগ্রাফার প্রীতি রেজা, এবং সিনিয়র ফটোসাংবাদিক আব্দুল সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন রবির ডিজিটাল সেবা কর্মকর্তা শিহাব আহমেদ, এইচআর কর্মকর্তা ইমতিয়াজ খান, রেগুলেটরি এফেয়ার্স কর্মকর্তা সাহেদ আলম, এবং হেড অব এন্টারপ্রাইজ বিজনেস কর্মকর্তা এবং অভিনেতা আদিল হোসেন নোবেল।

পিক্সমামার উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান বলেন, একজন ফটোগ্রাফারের তোলা ছবি অন্য একজন মানুষকে আনন্দদেয়, দুঃখ ভুলতে সাহায্য করে। তার মনের কথা বলে। এই কথা মাথায় রেখে পিক্সমামা প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে ছবি আপলোড করার মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন মিডিয়া হাউজ এর কাছে বিক্রি করা হয়।

দেশের সকল ফটোগ্রাফারদের এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে পিক্সমামা প্রতিষ্টা করা। পিক্সমামা রবির একটি সহযোগী প্রতিষ্ঠান।

২০ হাজার ছবির থেকে বাছাই করে ৯ হাজার ছবি সিলেক্ট করা হয়। এর মধ্য থেকে প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও দেশে দক্ষ ফটোগ্রাফার তৈরি এবং ভালো ছবি তোলার কৌশল নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপের আয়োজন করা হয়।

বর্তমানে পিক্সমার ওয়েভ সাইটে ১০ হাজারেরও বেশি রয়েছে। পিক্সমামার কারিগরি সহযোগিতা করে ট্রাইনারি ল্যাব।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা