বিএনপি নেতাদের মানসিক চিকিৎসার পরামর্শ তথ্যমন্ত্রীর

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ১৮:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কয়েকজন নেতার মানসিক চিকিৎসা করাতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ভোট নিয়ে অভিযোগ না করে পরাজয়ের কারণ অনুসন্ধানের কথাও বলেছেন তিনি। 

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এর আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

গত ৩০ ডিসেম্বরের ভোটকে কারচুপি দাবি করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। আর এ জন্য জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জোটের প্রধান নেতা ড. কামাল হোসেন।

তবে বিএনপি কেন হেরেছে তার কারণ ব্যাখ্যা করে তথ্যমন্ত্রী  বলেন, ‘আপনারা ২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছেন, পবিত্র কোরআন পুড়িয়েছেন, ইজতেমা ফেরত মুসল্লিকে পেট্রল বোমায় ঝলসে দিয়েছেন, স্কুলগামী শিক্ষার্থীদের ওপর বোমা মেরেছেন।...মনে রাখবেন বোমাবাজি করে ত্রাস করা যায়, ভোট পাওয়া যায় না।’

‘তাই আপনাদের বলব, নিজেদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন, দলে নেতৃত্বের পরিবর্তন আনুন এবং বিএনপিকে ঢেলে সাজান। তার পাশাপাশি আপনাদের কয়েকজন নেতারও মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করান।’

নতুন নির্বাচনের দাবি নিয়ে সংলাপে বসতে বিএনপি জোটের আহ্বানকে নতুন ‘ভাঁওতাবাজি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে হেরে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এবং জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ঐক্যফ্রন্ট এ নতুন ভাঁওতাবাজি শুরু করেছে। কিন্তু দেশের জনগণ এতো বোকা নয়। অতীতের মতো আপনাদের এই ভাঁওতাবাজিও জনগণ ধরে ফেলেছে।’

‘বিএনপি প্রথমে ৩০০ আসনে ৮০০শর মতো প্রার্থীর কাছে ফরম বিক্রি করে। সেখান থেকে অকশনের (নিলামের) মাধ্যমে সর্বোচ্চ বিডারকে (দরদাতা) প্রার্থী নির্বাচিত করেছিল। এটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখান করেছে। কারণ যারা অকশনের মাধ্যমে নমিনেশন বিক্রি করে তারা কীভাবে জয়লাভ করবে? নির্বাচনের ১০ দিন আগে হাত গুটিয়ে ঘরে বসে থেকে কি জয়লাভ করা যায়?’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন  আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহ-সভাপতি রোকেয়া প্রাচী প্রমুখ।