অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ীর দেড় লাখ টাকা খোয়া

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর গুলিস্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ীকে। তার নাম নুর ইসলাম।
শনিবার বিকাল পৌনে চারটার দিকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন তার ভগ্নিপতি মাহফুজ। অজ্ঞানপার্টির সদস্যরা নুর ইসলামকে অজ্ঞান করে পকেটে থাকা দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

তার পাকস্থলী ধৌত করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।  
নুর ইসলাম ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মৃত আলমের ছেলে।

মাহফুজ ঢাকা টাইমসকে বলেন, ‘সকালে নুর ইসলাম যন্ত্রাংশ কিনতে ফরিদপুর থেকে ঢাকায় আসেন। তিনি গাবতলি থেকে নবাবপুরে যেতে সাত নম্বর বাসে ওঠেন। বাসের মধ্যে চেতনানাশক দিয়ে অচেতন করে তার সঙ্গে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায় অজ্ঞানপার্টি।’

‘বাসটি গুলিস্থানের ফুলবাড়িয়ায় আসার পর গাড়ির লোকজন তার পকেট থেকে মোবাইল নিয়ে আমাকে খবর দেন। পরে আমি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল খান জানান, নুর ইসলামকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এএ/এআর)