‘আলোর ফেরিওয়ালা’ এখন রূপগঞ্জে

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

পল্লী বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহকদেরকে হয়রানি থেকে মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ ‘আলোর ফেরিওলায়া’ চালু হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে।  

শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হয়। পল্লী বিদ্যুতের তারাব আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম ) ফসিউল হক জাহাঙ্গীরের নেতৃত্বে অনুষ্ঠানে এর ঘোষণা দেওয়া হয়।

জানানো হয়, এই সেবার মাধ্যমে গ্রাহকের আবেদন পেলেই কেবল সংযোগ ফি নিয়ে দেওয়া হচ্ছে নতুন সংযোগ।  মিটারের আবেদন করার সাথে ভ্যান গাড়িতে মিটার, বিদ্যুতের তারসহ অন্য সরঞ্জাম নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভ্যানযোগে গ্রাহকের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্প্রতি চালু করেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একজন কর্মকর্তা। এর নাম দেওয়া হয় ‘আলোর ফেরিওয়ালা’।
পল্লী বিদ্যুতের সংযোগে পেতে গ্রামের মানুষরা ঘুষ দিতে বাধ্য হয়ে আসছেন এতদিন। তবে আলোর ফেরিওয়ালারা কেবল সংযোগ ফি দিয়ে সংক্ষিপ্ততম সময়ে সংযোগ দেওয়ায় এই হয়রানি থেকে মুক্ত হয়েছেন গ্রামের মানুষ।