আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

হিমু আক্তার
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৩০

বিপিএলে জীবনের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সবার আলোচনায় আসেন ঢাকা ডায়নামাইটসের অফস্পিনার আলিস আল ইসলাম। কিন্তু হ্যাটট্রিক করার পরপরই প্রশ্ন ওঠে তার বোলিং অ্যাকশন নিয়ে। ইতিমধ্যে তার বোলিং অ্যাকশন নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ তুলেছে রংপুর রাইডার্সও। রংপুর ছাড়াও আলিসের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছেন শুক্রবারের ম্যাচ পরিচালনা করা আম্পায়াররা।

রংপুর রাইডার্সের অভিযোগে বলা হয়েছে, ‘ঢাকা প্রথম বিভাগ লিগ খেলার সময় আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আলিসের ব্যাপারে আমাদের জানানো হয়েছিল যে, সে তার বোলিং অ্যাকশন শুধরে নিয়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি। আলিসের বোলিং দেখে আমাদের মনে হয়েছে পুরোপুরি শুধরাতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে দুসরা ডেলিভারিতে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।’

আলিসের বোলিং নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন আম্পায়ররা। ১৪ দিনের মধ্যে একটি পরীক্ষা নেয়া হবে তার। আপাতত এই ১৪ দিন বিপিএলে ম্যাচ খেলে যেতে কোনো বাঁধা নেই এই উঠতি বোলারের। এই প্রসঙ্গে বিপিএলের প্রযুক্তিগত কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা ম্যাচ রেফারির প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। অবিলম্বে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে তাকে আপাতত পর্যবেক্ষণের মাঝে রাখা হবে। ১৪ দিনের মধ্যে তার বোলিং অ্যাকশনর একটি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে আলিস খেলতে পারবেন কিনা। আপাতত এই কয়েকদিন খেলতে বাঁধা নেই।’

২২ বছর বয়সী অফস্পিনার আলিসের বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। ক্রিকেট খেলা শুরু করেন ২০১৪ সালে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের হয়ে। এরপর কয়েক বছর খেলেছেন দ্বিতীয় বিভাগে। তারপর প্রথম বিভাগে। তারপর এই বিপিএল। প্রথমে ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলেন আলিস। সেখানেই ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের নজর আসেন তিনি। তারপর দলে সুযোগ দেন ডায়নামাইটস কোচ সুজন। আর সুযোগপেয়েই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে রংপুরের বিপক্ষে ঢাকাকে দারুণ এক জয় উপহার দেন আলিস আল ইসলাম।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :