ঢাকার টানা চতুর্থ জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

একের পর এক জয় পেয়েই চলেছে ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার টানা চতুর্থ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়েছে তারা। চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা। অন্যদিকে, তিন ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় হার। একটিতে জিতেছে তারা।

মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৭৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারে উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন নিকোলাস পুরান। ৪৭ বলে ৯টি ছক্কা ও একটি চারের সাহায্যে ৭২ রান করেন তিনি। ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস ইসলাম চার ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নেন। গত ১১ জানুয়ারি টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন তিনি। অধিনায়ক সাকিব আল হাসান চার ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট নেন। এছাড়া রুবেল হোসেন ৩টি, শুভাগত হোম ২টি ও সুনিল নারিন ১টি করে উইকেট শিকার করেন।

সিলেট ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ইনিংসের প্রথম ওভারে সাকিবের বলে পোলার্ডের হাতে ক্যাচ হন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর পরের ওভারেই শুভাগত হোমের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ হোসেন। চতুর্থ ওভারে সুনিল নারিনের শিকার হন লিটন দাস। পঞ্চম ওভারে সাকিবের বলে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন নাসির হোসেন। সপ্তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে সাব্বির রহমানকে ফেরান রুবেল হোসেন।

নবম ওভারে অলক কাপালিকে বোল্ড করেন রুবেল। ১২তম ওভারে আলিস ইসলামের বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন সোহেল তানভীর। ১৮তম ওভারে ‘ভয়ঙ্কর’ নিকোলাস পুরানকে ফেরান রুবেল। ১৯তম ওভারে সন্দ্বীপ লামিচানেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শুভাগত হোম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন রনি তালুকদার। ৩৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৮ রান করেন তিনি। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যেকোনো ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে রনির এটি প্রথম অর্ধশত।

অন্যদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ২৩ রান করেন। ওপেনিংয়ে নেমে ২১ বলে ২৫ রান করেন সুনিল নারিন। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ২৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নাঈম।

সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ চার ওভারে ৩৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া সোহেল তানভীর ১টি, আল-আমিন হোসেন ১টি, অলক কাপালি ১টি ও আফিফ হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৩২ রানে জয়ী ঢাকা ডায়নামাইটস।

ঢাকা ডায়নামাইটস ইনিংস: ১৭৩/৭ (২০ ওভার)

(জাজাই ৪, নারিন ২৫, রনি তালুকদার ৫৮, সাকিব ২৩, পোলার্ড ৩, রাসেল ৫, সোহান ১৮*, শুভাগত হোম ০, মোহাম্মদ নাঈম ২৫*; সোহেল তানভীল ১/২১, তাসকিন ৩/৩৮, আল-আমিন হোসেন ১/২৬, নাসির ০/১১, অলক কাপালি ১/১৩, লামিচানে ০/৩৩, আফিফ ১/২৫)।

সিলেট সিক্সার্স ইনিংস: ১৪১/৯ (২০ ওভার)

(ওয়ার্নার ৭, লিটন ৯, আফিফ ৪, নাসির ১, সাব্বির ১২, পুরান ৭২, কাপালি ২, সোহেল তানভীর ৭, তাসকিন ১৮*, লামিচানে ১, আল-আমিন হোসেন ১*; সাকিব ২/৩৪, শুভাগত ২/২৮, নারিন ১/১৩, রাসেল ০/২১, রুবেল ৩/২২, আলিস ১/১৪, পোলার্ড ০/৭)।

ম্যাচ সেরা: রনি তালুকদার (ঢাকা ডায়নামাইটস)।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :