খালিজ টাইমসের প্রতিবেদন

সৌদি যুবরাজের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের আয়োজন চলছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৯ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১০:৪২

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আয়োজন চলছে। এ বৈঠক আয়োজনের জন্য কয়েকটি আরব দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধিরা জোরেশোরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশ মিশরের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস।

এসব সূত্রের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, মিশর, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা গত ২৫ দিনে কায়রোয় অন্তত তিনটি বৈঠক করেছেন। নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে সম্ভাব্য সাক্ষাতের খুটিনাটি নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে। সৌদি আরবের আগ্রহের কারণে এই সাক্ষাতের আয়োজন করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

মিশরের কূটনৈতিক সূত্রগুলো আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সৌদি আরব যাতে অন্যান্য আরব দেশও সহজেই রিয়াদকে অনুসরণ করে তেল আবিবকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ দখলদার শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে।

এছাড়া ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক স্থাপন করতে চায় সৌদি আরব। যদিও মিশরীয় সূত্র ব্যতিত সৌদি ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য জানানো হয়নি খালিজ টাইমসের প্রতিবেদনে।

বেশকিছুদিন থেকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা সম্পর্কে বিভিন্ন খবর প্রকাশ করছে বিশ্ব গণমাধ্যম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এসব বিষয়ে পরিস্কার করেনি সৌদি ও ইসরায়েল।

ঢাকা টাইমস/১৩জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :