মার্চের আগেই বাগমারায় শতভাগ বিদ্যুতায়ন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

চলতি বছরের মার্চ মাসের আগেই রাজশাহীর বাগমারা উপজেলার সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্য বাস্তবায়নে করণীয় ঠিক করতে রবিবার সকালে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

বাগমারার ভবানিগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল কার্যালয় এ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম।

সভায় সাংসদ এনামুল হক বলেন, সরকারের বর্তমান মেয়াদের পাঁচ বছরে দেশের একটি বাড়িও বিদ্যুৎহীন অবস্থায় থাকবে না। তাই যত দ্রুত সম্ভব বাগমারার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ দিতে হবে।

এসময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের আগেই এই উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সভা পরিচালনা করেন।

ঢাকা টাইমস/১৩জানুয়ারি/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :