যুক্তরাষ্ট্রে আন নূরের সিরাতুন্নবী মাহফিল

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:০৩

আন নূর কালচারাল সেন্টার যুক্তরাষ্ট্র শাখার নতুন ভবনে মসজিদের উদ্বোধন উপলক্ষে এক সিরাতুন্নবী আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত 9 জানুয়ারি নিউইয়র্ক সিটির উডসাইডে অবস্থিত আন নূর মসজিদে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার যুক্তরাষ্ট্র শাখার মহাপরিচালক মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। উপস্থাপনায় ছিলেন আন নূরের নিবাহী পরিচালক মুফতি মোহাম্মদ ইসমাইল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম-খতিব ও আল নূর কালচারাল সেন্টার কাতার কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

উপস্থিত ছিলেন মাদানী মসজিদের ইমাম-খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাহমুদুল ইসলাম, আত তাওহীদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গনিসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

প্রধান আলোচক মাওলানা ইউসুফ নূর বলেন, ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাবাদী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। আল-কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও ঐশী জ্ঞান বিতরণ ছিল তার নিয়মিত কর্মসূচি। আদর্শ শিক্ষা ও সুস্থ সংস্কৃতির প্রচারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরলসভাবে কাজ করে গেছেন। আজ খেলাফত নেই। বিশ্বব্যাপী মুসলমানদের নিয়ন্ত্রণও নেই। কিন্তু আছে মসজিদের মিম্বর। আছে আল কোরআন। এর সাহায্যে পৃথিবীজুড়ে চলছে ইসলামের প্রচার ও প্রসার।’

মাওলানা নূর বলেন, ‘আল কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মোজেযা। সকল বিচারে সর্বকালের সেরাগ্রন্থ আল-কোরআন জ্ঞান-বিজ্ঞান, হিদায়াত, আখলাক এবং অনুপ্রেরণার আধার।’

আল নূর সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘পবিত্র কোরআনে ২৪ বার আল-নূর শব্দটি বিভিন্ন অর্থে এসেছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে, রাসুলকে এবং কোরআনকে নূর হিসেবে অভিহিত করেছেন। আলোকিত সমাজ গড়ার সচেতন প্রয়াস হিসেবে আল নূর সেন্টার কাতার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আন নূর হিফজ বিভাগের ছাত্ররা। সভাপতির নসিহত ও দোয়া শেষে আপ্যায়নের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :