মাশরাফির কাছে এমন হারের অজুহাত নেই

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

আবারও তীরে এসে তরী ডুবলো মাশরাফির রংপুর রাইডার্সের। সাকিব আল হাসানের ডায়নামাইটসের পর এবার তারুণ্য নির্ভর রাজশাহীর কাছেও শেষ মুহূর্তে হারল গতবারের চ্যাম্পিয়নরা। এমন হারের কোনো অজুহাত দিচ্ছেন না দলীয় অধিনায়ক মাশরাফি। তার মতে, দুটি ম্যাচই জেতার মতো ছিল। তাই অজুহাত না দিয়ে নিজেদের ব্যর্থতাকেই মেনে নিচ্ছেন অধিনায়ক।

রবিবার বিপিএলের ম্যাচটিতে মোস্তাফিজের শেষ ওভারে পাঁচ রানে হেরেছে রংপুর রাইডার্স। ১৩৬ রানের এই মামুলি টার্গেটে না জিততে পারাটা নিছক নিজেদের ব্যর্থতা ছাড়া কিছুই নয় মাশরাফির কাছে। টানা দুই পরাজয়ের চাপ নিয়ে সংবাদসম্মেলনে অধিনায়ক বলেন, ‘আপনি যদি গত দুটি ম্যাচে আমাদের পরাজয় দেখেন, তাহলে চাপ ছিল বললে কথাটি অজুহাত হয়ে যাবে। কারণ ২২ বলে ২৯ রান, ৭ উইকেট হাতে। গত ম্যাচ হেরেছি। আজ প্রায় মিডল ওভার থেকেই রান-বল প্রায় সমান ছিল। সুতরাং এখানে তেমন কোনো চাপ ছিলো না যে ম্যাচ জিততে পারবো না। যেভাবে আমরা দুটি ম্যাচ হেরেছি, আপনি অন্য কোনো দিকে নিলেই সেটা অজুহাত হয়ে যাবে। আমরা পারিনি এটাই বড় কথা।’

গত আসরেও ছয় ম্যাচের মাত্র তিনটিতে জিতে পরে কামব্যাক করেছিল রাইডার্স। এবারেও টানা দুই ম্যাচে হার। এখান থেকে ব্যাক করাটা কঠিন হলেও দলের সবাইকে কঠিন পরিশ্রম করতে হবে বলে মনে করেন রাইডার্স অধিনায়ক মাশরাফি। তার মতে, ‘টানা দুই ম্যাচে এভাবে হারলে অবশ্যই কঠিন হয়ে যায়। এখান থেকে বের হওয়ার শর্টকার্ট উপায় নেই। পরবর্তী ম্যাচে অবশ্যই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে। বিষয়গুলো সহজ নয়, তবে একটি জয় হয়তোবা মোমেন্টাম পরিবর্তন করে দিতে পারে। গত আসরেও আমরা ছয় ম্যাচের তিনটিতে জিতেছিলাম। যদি শেষেরটি জিতি, তাহলে একই পরিস্থিতি দাঁড়াবে।’

টানা দুই পরাজয়ের চাপ নিয়ে রবিবার রাতে সিলেটের উদ্দেশ্য রওনা হবে মাশরাফির রংপুর। আগামী ১৬ জানুয়ারি ঘুরে দাঁড়ানো মাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :