ডাকাতিতে বাধা দিয়ে গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২৩:০৮ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ২৩:০১

ময়মনসিংহ নগরীতে ডাকাত দলকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ডাকাতের গুলিতে আহত ওই কর্মকর্তা হলেন কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক শাখাওয়াত (৪০)।

রবিবার ভোরে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় নুর এন্ড সন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতদল ওই প্রতিষ্ঠানে হানা দেয়ার চেষ্টা করছিল।

পুলিশ জানায়, মুখোশ পরা ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভল্ট ভাঙ্গার চেষ্টা করছিল। তা দেখতে পেয়ে টহল পুলিশ একটি টিম বাধা দেয় ডাকাত দলকে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন কেতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক শাখাওয়াত। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যরা শাখাওয়াতকে উদ্ধার করে মমেক হাসপাতালের ৯ নং ওয়ার্ডে ভর্তি করেন। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও পুলিশ সুপার শাহ মো. আবিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহত পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দেখতে যান।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :