শাবির বহিষ্কৃত ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জালালাবাদ থানার পরিদর্শক তদন্ত মো. আনোয়ার হোসেন ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার উপপরিদর্শক মো. হারিস উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের কাজী তৌফিকুর রহমান তন্ময় নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ২১ মার্চ জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।

শাবি'র প্রক্টরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইনভায়রন মেন্টাল ইঞ্জনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থী কাজী তৌফিকুর রহমান তন্ময়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছরের ২১ মার্চ তন্ময়সহ বিশ্ববিদ্যালয়ের ১২ নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

কাজী তৌফিকুর রহমান তন্ময় শাবি ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য এবং বহিষ্কৃত যুগ্ম সাধারণ স¤পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী ছিলেন।

ঢাকাটাইমস/১৩জানুুয়ারি/ ইএ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :