জাতীয় বিতর্কের আহ্বান জানালেন ম্যাকরোঁ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ১০:৫৫

ফ্রান্সে কিছুতেই থামছে না আন্দোলন। বেশ কিছুদিন ধরে চলা ইয়েলো ভেস্ট নামের অআন্দোলন থামাতে এবার জাতীয় বিতর্কের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। জাতির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান তিনি। এছাড়া আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে ক্ষোভকে সমাধানে রূপ দিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকরোঁ।

গত ডিসেম্বর থেকে দেশটির প্রধান প্রধান কয়েকটি শহরে ‘হলুদ জ্যাকেট’ পরে হাজার হাজার নাগরিক সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে৷ বিক্ষোভে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে৷ গত শনিবার বিক্ষোভকারীরা সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আবারো দেশটির বিভিন্ন শহরে জড়ো হতে থাকে৷

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ দেশবাসীর উদ্দেশ্যে লেখা চিঠিতে সবাইকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আলোচনায় আপনাদের অংশগ্রহণ দেশের জনগণের প্রতি সরকারের ও পার্লামেন্টের কর্তব্যের বিষয়টি নির্ধারণ করবে৷ এ আলোচনা ইউরোপ ও আন্তর্জাতিক বিশ্বে ফ্রান্সের অবস্থান বিষয়েও নির্দেশনা দেবে৷’

রবিবার প্রকাশিত এ চিঠিতে বলা হয়, প্রেসিডেন্ট ম্যাকরোঁ দেশের বিভিন্ন শহরের টাউনহলে বিভিন্ন আলোচনাসভায় অংশ নেবেন৷ চলতি সপ্তাহে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে এ আলোচনা৷ আগামী মঙ্গলবার ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বোর্গথেরোল্ডে প্রথম আলোচনাটি অনুষ্ঠিত হবে৷ দেশব্যাপী অনুষ্ঠেয় এ আলোচনার ফলাফল ১৫ই মার্চের পর জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়৷

সংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়েই আলোচনা হতে পারে উল্লেখ করে প্রেসিডেন্ট ম্যাকরোঁ বলেন, সরকার সম্পদের উপরে বসানো করের সিদ্ধান্ত থেকে নাও সরে আসতে পারে৷ তবে কর, সরকারি খরচের খাত, গণভোট ও অভিবাসন বিষয়ে জনগণের সঙ্গে সরকারের আলোচনা হবে বলে জানা গেছে৷

গত নয় সপ্তাহ ধরে ফ্রান্সে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা৷ ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অতীতে উচ্চবিত্তদের উপর যে ‘সম্পদ কর’ ধার্য ছিল, সেটি আবারও ফিরিয়ে আনাসহ নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা৷ ম্যাকরোঁ প্রেসিডেন্ট হওয়ার পর সম্পদ কর বাতিল করে দিয়েছিলেন৷ এর পক্ষে তার যুক্তি ছিল, ধনী ব্যক্তিরা এতে উৎসাহী হয়ে বিনিয়োগ বাড়াবে, যা নতুন চাকরির ক্ষেত্র তৈরি করবে৷ পরে আন্দোলনের মুখে তিনি নাগরিকদের জন্য দশ বিলিয়ন ইউরোর একটি কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দেন৷

এদিকে আন্দোলন বিষয়ে প্রেসিডেন্ট ম্যাকরোঁ অন্ধ বলে আখ্যায়িত করেছেন ডানপন্থি নেত্রী মারিন ল্য পেন৷ তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সময় এসেছে৷ ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন উপলক্ষে প্যারিসে অনুষ্ঠিত এক দলীয় সমাবেশে তিনি নির্বাচনে ভোটের মাধ্যমে ম্যাকরোঁকে জবাব দেয়ার জন্য তার সমর্থকদের প্রতি আহ্বান জানান৷

ঢাকা টাইমস/১৫জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :