কুড়িগ্রামে কৃষকদের ভরসা ইউনিয়ন বীজ ব্যাংক

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম প্রতিনিধি
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:৩২

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে ইউনিয়ন বীজ ব্যাংক। বিভিন্ন প্রতিবন্ধকতা সহনশীল জাতের বীজধান বিনা পয়সায় নিতে পেরে খুশি কৃষক। জেলার কৃষকদের ভরসার জায়গা হয়ে উঠছে এই বীজ ব্যাংক।

২০১৫ সালে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এলাকার কয়েকজন কৃষক-কিষানিকে বন্যা সহনশীল ব্রিধান-৫১ ও বিনাধান-১১ সরবরাহ করে বেসরকারি প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হোয়্যার দ্য রেইন ফলস প্রকল্প। দুই কেজি করে বীজধান দেয়া হয়েছিল কৃষকদের। তারা পরে চার কেজি করে বীজধান ফেরত দেন।

সেই বীজধান সংরক্ষণ করা হয় ইউনিয়ন পরিষদের গোদামে। এভাবে বর্তমানে ৪০০ জন কৃষক ৮০০ কেজি ধান সংরক্ষণ করেছেন, যা বোরো মৌসুমে দরিদ্র কৃষকের কাজে লাগবে।

এই বীজধান সংরক্ষণ উপলক্ষে হলোখানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার আয়োজন করা হয় দিনব্যাপী ইউনিয়ন বীজ মেলার। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন বীজ সরবরাহ প্রতিষ্ঠানের সাতটি স্টল তাদের বিভিন্ন বীজ সম্ভার প্রদর্শন করে।

মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিনার প্রতিনিধি তানজিলুর রহমান, ব্রির প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা কৃষি অফিসার ষষ্ঠী চন্দ্র রায়, হলোখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :