৮ লাখ কর্মীর বেতন নেই

ফুটবলারদের জন্য এলাহি ভোজ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:১৯ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:১৫

আমেরিকার প্রায় আট লাখ কর্মী হয় বিনা বেতনে কাজ করছেন বা তাদের ছুটিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের বহু কর্মীও। তা সত্ত্বেও ফুটবল দলের সাফল্যে সেই হোয়াইট হাউসেই এলাহি ভোজের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমের টেবিলে সাজানো হলো থরে থরে ফাস্টফুড দিয়ে। তিন শতাধিক বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই- কী নেই তাতে। ৭ জানুয়ারি সান্টা ক্লারাকে হারিয়ে কলেজ ফুটবলে দেশের সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেমসন টাইগার্স। সেই দলের খেলোয়াড়দের সম্মানেই এই এলাহি ভোজ।

তবে শাটডাউনের জেরে হোয়াইট হাউসের কিচেনে রান্না করার মতো পর্যাপ্ত কর্মীও নেই। তাই বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সেই ভোজের খরচ জুগিয়েছেন।

ফেডারেল বাজেট নিয়ে মতানৈক্যের জেরে আমেরিকাজুড়েই আংশিক শাটডাউন চলছে। এতে সরকারি-বেসরকারি মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমেরিকার প্রায় আট লাখ কর্মী। তাদের অনেকে টানা ২৪ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন। অনেককে আবার ছুটিতে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেন এই অচলাবস্থা?

মেক্সিকো সীমান্তঘেঁষা অঞ্চল দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী রুখতে বিশাল প্রাচীর তুলতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন কংগ্রেসে ট্রাম্পের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ডেমোক্র্যাটরা। তাতেই চটেছেন ট্রাম্প। ফেডারেল বাজেটে অনুমোদন করতে রাজি নন তিনি। ফলে এই অচলাবস্থা দেখা দিয়েছে আমেরিকায়। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন সংস্থায়। কর্মীদের বেতনও দিতে পারছেন না তারা। এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে শুরু করে গোয়েন্দারাও বিনা বেতনে কাজ করছেন। তবে এসবে একটুও টলেননি ট্রাম্প। হোয়াইট হাউসের ডাইনিং রুমে ওই খেলোয়াড়দের স্বাগত জানিয়ে তিনি মজা করে বলেন, ‘এখানে পিৎজা রয়েছে, ৩০০ বার্গার রয়েছে, অনেক অনেক ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। সবকিছুই আমাদের প্রিয় খাবার। আমি দেখতে চাই, এর কতটা পড়ে থাকে। তবে মনে হয় না, কিছু খাবার পড়ে থাকবে।’

খাবারের প্রশ্নেও যে তিনি শুধু আমেরিকান খাবারই পছন্দ করেন, তা-ও জানিয়েছেন ট্রাম্প। তার কথায়, ‘খাবারটা যদি আমেরিকান হয়, তবেই তা আমার পছন্দের হবে।’

দেশে অচলাবস্থা চললেও মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে আপস করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। সীমান্তের প্রাচীর তোলার বিষয়েও লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘মার্কিন নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কখনোই পিছিয়ে আসব না।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :