বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংককে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের প্রার্থী নির্বাচনে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবেন। তবে তিনি এ পদে প্রার্থী হবেন না। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

গত সপ্তাহে আকস্মিকভাবে জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় বাকি থাকতেই তিনি ওয়াশিংটন ভিত্তিক এ বৈশ্বিক উন্নয়ন ঋণদাতা প্রতিষ্ঠানের পদ থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক উপ-পরিচালক জেসিকা ডিট্টো বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্টিভান মিউচিন ও হোয়াইট হাউস চিফ অব স্টাফ মিক মুলভানি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে ইভাঙ্কা ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। কেননা, তিনি গত দু’বছর ধরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

ডিট্টো আরও বলেন, এ পদে ইভাঙ্কা ট্রাম্প বিবেচনায় রয়েছেন এমন খবর ভিত্তিহীন।

শুক্রবার দ্য ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও ওয়াশিংটনের সাবেক জাতিসংঘ রাষ্ট্রদূত নিকি হ্যালি কিমের স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন।

ওই সংবাদপত্রের খবরে বলা হয়, এ পদে সম্ভাব্য নামের তালিকায় অন্যান্যের মধ্যে রয়েছেন ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রিন।

বৃহস্পতিবার বিশ্বব্যাংক বোর্ড জানায়, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তারা আগামী মাসের গোড়ার দিক থেকে মনোনয়ন গ্রহণের কাজ শুরু করবে। মধ্য-এপ্রিল নাগাদ কিমের স্থলাভিষিক্ত একজনের নাম ঘোষণা করা হবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :