টিআইবির প্রতিবেদন মনগড়া: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:১৯
ফাইল ছবি

৩০ ডিসেম্বরের ভোট নিয়ে টিআইবির ‘গবেষণা প্রতিবেদন’কে মনগড়া বলছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এই প্রতিবেদন আমলে না নিয়ে তিনি বলেছেন, ‘যদি গবেষণা হতো তবে আমলে নিতে পারতাম।’

মঙ্গলবার বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন রফিকুল ইসলাম। এর আগে টিআইবি সংবাদ সম্মেলন করে জানায়, তারা ৫০টি আসনে ভোট পর্যবেক্ষণ করে ৪৭টিতেই অনিয়ম দেখেছে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘টিআইবি যে প্রতিবেদনটিকে গবেষণা বলে দাবি করছে, তা কোনো গবেষণা নয়, প্রতিবেদন মাত্র। কেননা, গবেষণা করতে যেসব পদ্ধতি প্রয়োগ করতে হয়, তা এখানে প্রয়োগ করা হয়নি।’

‘এটি সম্পূর্ণরূপে মনগড়া প্রতিবেদন। এছাড়া বলা হয়েছে, এটা তাদের প্রাথমিক প্রতিবেদন। তার অর্থই হচ্ছে এই প্রতিবেদন পূর্বনির্ধারিত প্রতিবেদন।’

‘টিআইবি বলেছে গবেষণাটি গুণবাচক, মুখ্য তথ্যদাতার সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ, ক্ষেত্রবিশেষে সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে পরোক্ষ উৎস থেকে। এভাবে কোনো গবেষণা হয়?’

রফিকুল ইসলাম বলেন, ‘ভোটের কারচুপির তথ্য নিলে অবশ্যই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে তথ্য নিতে হবে অথবা লিখিত কোনো ডকুমেন্ট থেকে তথ্য নিতে হবে, এসব করা হয়নি।’

‘কোন সোর্স থেকে কী প্রক্রিয়ায় তথ্য নিয়ে তারা বলছে, ভোটের আগের রাতে সিল মারা হয়েছে-এসব কিছু উল্লেখ নেই। কাজেই এটা কোনো গবেষণা হয়নি।’

টিআইবির প্রতিবেদনে কঠোর সমালোচনা করা হয়েছে নির্বাচন কমিশনেরও। বলা হয়েছে, কমিশন সবার জন্য সমান সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘বাছাইকৃত প্রার্থীদের কাছ থেকে তারা (টিআইবি) তথ্য নিয়েছে বলা হচ্ছে। এক্ষেত্রে জামায়াতের প্রার্থীদের কাছ থেকে তথ্য নিলেও গবেষণা প্রতিবেদন এক রকম হবে। আওয়ামী লীগ প্রার্থীদের কাছ থেকে নিলে তো আরেক রকম হবে। টিআইবির গবেষণায় এগুলো স্পষ্ট নয়।’

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :