ঢাকার জয়ের রথ থামাতে পারবেন মিরাজরা?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ০৮:৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী কিংস। ঢাকা পর্বে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সকে হারানোর পর এবার মিরাজের সামনে চ্যালেঞ্জ আরেক অধিনায়ক সাকিবের ডায়নামাইটস। সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। অপরদিকে দিনের অপর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। একই ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

অধিনায়ক হিসাবে এবারই প্রথম বিপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন মেহেদী মিরাজ। রাজশাহী কিংসের দায়িত্ব নিয়ে নেতার মতোই দলকে সামলাচ্ছেন তিনি। ঢাকায় প্রথম পর্বের শেষ দিন মাশরাফির রংপুরকে হারায় মিরাজের রাজশাহী। তবে এবারের চ্যালেঞ্জ আরো বড়। করণ প্রতিবারের মতো এবারও শক্তিমত্তায় অনেক এগিয়ে ঢাকা ডায়নামাইটস। তারকায় ভরপুর ডায়নামাইটসদের নজর বরাবরের মতোই শিরোপার দিকে। তাছাড়া চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত সাকিবের ঢাকা। চার ম্যাচে টানা চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বর স্থান ধরে রেখেছে গত আসরের রানার্স আপ দল। ঢাকার এই জয়ের রথ কি থামাতে পারবে তারুণ্য নির্ভর রাজশাহী কিংস? কিংসরা এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জিতেছে ও তিনটিতে হেরেছে।

একদিকে তারকা শক্তি, অন্যদিকে টানা জয়ের আত্মবিশ^াস। সবমিলিয়ে শক্তিশালী ঢাকার মুখোমুখি হওয়া বিশাল চ্যালেঞ্জ মিরাজদের সামনে। সেই চ্যালেঞ্জে জাতীয় দলের অধিনায়ক সাকিবের সামনে নতুন অধিনায়ক মিরাজ কতটা লড়তে পারে সেটাই দেখার অপেক্ষা।

অন্যদিকে সন্ধ্যায় রংপুর রাইডার্স বনাম সিলেট সিক্সার্সের ম্যাচটিতে লড়াই হবে সমানে-সমান। পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী দুই দলের জন্য সমান গুরুত্বের ম্যাচ এটি। আসরে নিজেদের অবস্থান ধরে রাখতে জয় চাই দুই অধিনায়ক মাশরাফি এবং ডেভিড ওয়ার্নারের। রংপুর এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জিতেছে ও তিনটিতে হেরেছে।

শক্তির বিচারে সিলেট সিক্সার্সের চেয়ে এগিয়ে রংপুর রাইডার্স। যদিও সেই হিসেবে এখনো পারফর্ম করতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সিলেট সিক্সার্সের শুরুটা ভালো না হলেও নিজেদের মাঠে ভক্তদের সমর্থন কাজে লাগাতে চাইবে দলটি। গত আসরেও ঢাকা পর্বে ভালো করেনি সিলেট। কিন্তু সিলেটে নিজেদের মাঠে প্রতিটি ম্যাচে দুর্দন্ত ছিল সিক্সার্সরা। সেই ধারাবাহিকতা নিশ্চিভাবে ধরে রাখতে চাইবে ডেভিড ওয়ার্নারের দল। রংপুরের তারকা শক্তি বনাম সিক্সার্সদের লোকাল ক্রিকেটারদের শক্তির লড়াইয়ে ম্যাচটি বাড়তি উত্তেজনার হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সিলেট পর্বে দুই ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে রাইডার্সরা। আর দুই ম্যাচেই স্বাগতিকদের হারাতে চায় রংপুর। দলের হয়ে প্রথম ম্যাচকে সামনে রেখে এমনটাই জানান রংপুর তারকা বেনি হাওয়েল। তার কথায়, ‘এখানে দুটি ম্যাচই সিলেটের বিপক্ষে খেলতে হবে। আর আমরা চাইব দুটিতেই জিততে। আসরে ভালো কিছু করতে হলে অবশ্যই জয়ের বিকল্প নেই। ডেভিড ওয়ার্নার-পুরানদের বিপক্ষে আমাদের সকল শক্তি দিয়ে খেলতে হবে।’

হাওয়েল তো জানালেন নিজেদের টার্গেটের কথা। সেটার প্রতিফলন স্বাগতিকদের সামনে কতটা সফল হয় সেটা দেখতেই মুখিয়ে থাকবে ভক্তরা।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :