আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতীয় সোহনি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১২:৫৪ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ১২:৪৯

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেছে ক্রিকেটের সংস্থাটি। এরআগে সিইও পদটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ডেভ রিচার্ডসন।

আগামী ফেব্রুয়ারিতে আইসিসির নির্বাহীর পদে যোগ দেবেন সোহনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চলতি বছরের জুলাইয়ে। বর্তমান প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন আগামী ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন। এরপর দায়িত্ব গ্রহণ করবেন সোহনি। যদিও এরমধ্যেই ফেব্রুয়ারি থেকে রিচার্ডসনের সঙ্গে যোগ দিবেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন ভারতীয় এই সোহনি। ইএসপিএন স্টার স্পোর্টসের সাথে ১৭ বছর কাজ করেছেন তিনি। এরপর যুক্ত হন সিঙ্গাপুর স্পোর্টস হাবের সঙ্গে। সেখানেও প্রধান নির্বাহী হিসেবে ছিলেন। যার জন্য নতুন সিইওকে নিয়ে বেশ আনন্দিত আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তার কথায়,‘সোহনি আসলে একজন কৌশলগত পরিকল্পনাকারী, ক্রিকেটের জটিলতা আর দুর্গম বিষয়গুলো সম্পর্কে খুব ধারণা রাখে। আমরা তাকে নিযুক্ত করতে পেরে আনন্দিত।’

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :