শান্তর ব্যাটে রান চান হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৩০ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ১৩:৪৬

ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং ঝড় তোলা নাজমুল হাসান শান্ত বরাবরই বড় মঞ্চে ব্যর্থ। বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর বিপিএলে এবার খুলনা টাইটানসের হয়ে খেলছেন তিনি। পরপর চার ম্যাচে সুযোগ পেয়েও ব্যাট হাতে রান তুলতে পারছেন না শান্ত। চার ম্যাচে তাঁর রান সংখ্যা যথাক্রমে ১, ১৩, ৬, ১১।

চরম ব্যর্থতার পরেও তরুণ এই ব্যাটসম্যানের উপর থেকে ভরসা হারাচ্ছেন না দলের উপদেষ্টা এবং জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তার মতে, সবকিছু ঠিকঠাক আছে শান্তর। প্রতিভাবান এই তরুণের ব্যাট থেকে শুধু রান চান হাবিবুল বাশার।

নাজমুল হাসান শান্তর সব ঠিকঠাক আছে উল্লেখ করে হাবিবুল বাশার বলেন,‘আমার মনে হয় সে সবকিছুই ঠিকভাবে করে। আমরা যখন অনুশীলন করি তখন সবকিছু সে ঠিকমতো করে, যার জন্য সব কোচরাই ওকে নিয়ে কথা বলে থাকেন। যে কোচই আসুক না কেন সবার আগে শান্তকে নিয়েই বলেন যে সে একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।’

তবে তার ব্যাট থেকে রান চান নির্বাচক। তাকে রানে ফেরানোর জন্যই বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন বলে জানালেন হাবিবুল বাসার। তার কথায়,‘ওকে রান করতে হবে। আপনি যতই প্রতিশ্রুতিশীল হন, ম্যাচে যদি রান না করেন তাহলে সবার জন্যই মুশকিল। ওকে আমরা সুযোগ দিচ্ছি। আশা করছি অবশ্যই ও রান করবে। কারণ ওর কোনও কিছু নিয়েই সমস্যা নেই, শুধু রান করা ছাড়া। আশা করছি সে রান করা শুরু করবে।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :