বিলাসবহুল ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
| আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৮ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:৫২

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শেষ হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির এই বড় উৎসব চলে। এতে বিলাসবহুল একটি ইলেকট্রিক বাইক প্রদর্শন করা হয়। যার মূল্য ৩৯ হাজার ৫০০ মার্কিন ডলার। এই বিশাল দামের পিছনে রয়েছে এই ইলেকট্রিক যানের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার।

এটি কার্বন ফাইবারের তৈরি। বাইক তৈরি করেছে নোভাস নামের একটি প্রতিষ্ঠান। সাইকেল ও মোটরসাইকেলের মাঝামাঝি দেখতে এই যন্ত্রযান।

জার্মানের তৈরি নতুন এই ইলেকট্রিক বাইকের ওজন মাত্র ৩৮.৫ কিলোগ্রাম। এর ফ্রেমের ভেতরে বেশিরভাগ যন্ত্রাংশ লুকানো থাকছে। এক বার চার্জে ৯৬ কিলোমিটার রাস্তা চলতে পারবে এটি। এর সর্বোচ্চ গতি উঠবে ঘণ্টায় ৯৬.৫ কিলোমিটার।

এই সাইকেলে সম্পূর্ণ নতুন প্রযুক্তির সাসপেনশন ব্যবহার করা হয়েছে।

এতে রয়েছে ১৪.৪ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি থেকে ইঞ্জিনে ২০০ নিউটন মিটার টর্ক এবং ৮.২ বিএইচপি শক্তি পাওয়া যাবে।

বাইকটিতে কোন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে না, পরিবর্তে থাকছে একটি স্মার্টফোন। বাইকের সব তথ্য এই ফোনে প্রদর্শিত হবে। পাসওয়ার্ড দিয়ে বাইক লক করে রাখা যাবে।

ব্রেকিংয়ের জন্য এই যানে রয়েছে ডুয়াল হাইড্রোলিক ফ্লোটিং ক্যালিপার ডিস্ক ব্রেক।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা