তজুমদ্দিনে আগুনে পুড়ল ৪০ দোকান

ভোলা প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩৮

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভয়াবহ আগুনে ৪০ দোকান পুড়ে ছাই হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে তজুমদ্দিন বাজারের সদর রোডের দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, দুপুরে তজুমদ্দিন উপজেলার সদর রোডের দক্ষিণ বাজারের কালুর বেকারির কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মেশিনারি, মোবাইল, গার্মেন্টস, ফাস্টফুড দোকানসহ ছোট-বড় প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, আগুনে ৩০-৪০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি।

ঢাকা টাইমস/১৬জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :