১৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র মেহেদী

পঞ্চগড় প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭

পঞ্চগড়ের বোদা মানিকপীর এলাকার মেহেদী হাসান নামে এক মাদ্রাসাছাত্র ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ছাত্রের বাবা বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই-শালশিড়ি ইউনিয়নের নতুনহাট-ডাবরভাঙ্গা এলাকার খায়রুল আলমের ছেলে মেহেদী হাসান। সে উপজেলার বেংহাড়ি-বনগ্রাম ইউনিয়নের মানিকপীর দারুস সুন্নাহ নুরানি হাফেজি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করতো। গত ২৯ ডিসেম্বর বিকালে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশে বের হয় মেহেদী। এর ৩/৪ দিন পর খোঁজ-খবর নিতে তার বাবা মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি জানান, মেহেদী মাদ্রাসায় যায়নি। এরপর থেকে তার খোঁজ মিলছে না।

খায়রুল আলম বলেন, ‘মেহেদী প্রায় ৯ মাস ধরে হাফেজি পড়ছে। তার খোঁজ না পাওয়ায় আমরা পেরেশান।’ বোদা থানার ওসি আবু হায়দার আশরাফুজ্জামান বলেন, নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ইতিমধ্যে দেশের সব থানায় আমরা বার্তা পাঠিয়েছি। তাকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :