রাজশাহী থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়ল সিল্কসিটি

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬
ফাইল ছবি

রাজশাহী থেকে তিন ঘণ্টারও বেশি সময় দেরিতে ছেড়ে গেছে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেন। বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ১০টা ৩২ মিনিটে। এর ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকা থেকে ট্রেনটি দেরিতে এসে পৌঁছেছে। ফলে এখান থেকেও ছেড়ে গেছে দেরিতে।

ট্রেনের যাত্রীরা জানান, ৭টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকায় তারা সাতটার মধ্যেই প্লাটফর্মে গিয়ে পৌঁছান। কিন্তু প্লাটফর্মে ট্রেন আসে নয়টার দিকে। অনেক দেরি করে ট্রেন আসার পর সেটি ১০টা ৩২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে তারা চরম দুর্ভোগে পড়েন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে ট্রেনটি বুধবার রাত ১১টা ২০ মিনিটে ছাড়ার কথা। কিন্তু ছাড়ে রাত ২টা ৩০ মিনিটে। ফলে ৪টা ৫০ মিনিটে ট্রেনটি রাজশাহী পৌঁছার কথা থাকলেও পৌঁছে সকাল ৮টা ৫৫ মিনিটে। ফলে রাজশাহী ছেড়ে যেতেও ট্রেনটির দেরি হয়ে যায়।

ঢাকা টাইমস/১৭নভেম্বর/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :