সাকিবদের সামনে আবার সিলেট

ক্রীড়া প্রতিবেদক
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে মিরপুরে সিলেটের মুখোমুখি হয়েছিল ঢাকা। ওই ম্যাচে ঢাকা জয় পেয়েছিল ৩২ রানে। এবার নিজেদের মাঠে সিলেট প্রতিশোধ নিতে পারে কিনা সেটি দেখার বিষয়।

অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ঢাকায় চারটি ম্যাচ খেলে চারটিতে হেরে সিলেটে গিয়ে জয়ের দেখা পেয়েছে খুলনা। দুই পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে এখন সবার নিচে রয়েছে। সুতরাং, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়াটা খুলনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা তিনটিতে জয় পেয়েছে ও দুইটিতে হেরেছে। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমরুল কায়েসের দল। দেশি-বিদেশি তারকা মিলিয়ে কুমিল্লা দারুণ শক্তিশালী। তামিম-ইমরুল-আফ্রিদি-থিসারা-ডসনদের সমন্বয়ে গড়া দল কুমিল্লা এবারের আসরে ফেভারিট।

গত আসরের রানার্স আপ দল ঢাকা ডায়নামাইটস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে। এখন পর্যন্ত তারা পাঁচ ম্যাচ খেলে চার ম্যাচে জিতেছে। ঢাকায় চার ম্যাচ জেতার পর সিলেটে গিয়ে প্রথমবার হারের স্বাদ পায় সাকিবের দল। গত ১৬ জানুয়ারি তারা রাজশাহী কিংসের কাছে ২০ রানে হারে। আজকের ম্যাচের মাধ্যমে সিলেট পর্ব শেষ হবে ঢাকার। ঢাকায় ফিরে ২১ জানুয়ারি চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

বরাবরের মতো এবারও শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসান, সুনিল নারিন, কাইরন পোলার্ড, হযরতউল্লাহ জাজাইদের নিয়ে গড়া দল প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলছে। তাছাড়া দলটিতে নতুন মুখ স্পিনার আলিস আল ইসলামের ঘূর্ণি জাদুতেও হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা।

সিলেট সিক্সার্সের অবস্থান খুব একটা ভালো নয়। পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে আছে ডেভিড ওয়ার্নারের দল। দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে গড়া দলটি শক্তিশালী হলেও মাঠে সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারছে না। সিলেট পর্বের প্রথম দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয়েছিল সিক্সার্স। ম্যাচটিতে কুমিল্লা জয় পেয়েছিল আট উইকেটে।

বিপিএলে এবার বিদেশি তারকাদের মধ্যে বড় আকর্ষণ ছিল দুই অজি তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলে ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন স্মিথ। এদিকে খবর বেরিয়েছে, ডেভিড ওয়ার্নারও সিলেট পর্ব শেষ করে অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। তিনিও ইনজুরিতে ভুগছেন।

সিলেট পর্ব শুরু হয়েছে গত ১৫ জানুয়ারি। সিলেট পর্বে মোট আটটি ম্যাচ রাখা হয়। এখানে ইতোমধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সিলেট পর্ব শেষ হবে। এরপর ২১ জানুয়ারি আবার ঢাকায় শুরু হবে বিপিএল। ২৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :