নতুন আঙ্গিকে শুরু হচ্ছে পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ১২:৩১

ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপের পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট প্রিমিয়ার লিগ। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় ঢাকা আবাহনী-নোফেল স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে পেশাদার লিগের একদশতম আসরের। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল-বসুন্ধরা কিংস।

নতুন আঙ্গিকে শুরু হচ্ছে এবারের পেশাদার লিগ। আগের আসরগুলোতে হোম-অ্যাওয়ের ভিত্তিতে কোনো ম্যাচ ছিল না। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির হস্তক্ষেপে এই অপূর্ণতা ঘুচছে এবার। ঢাকার গ-ি পেরিয়ে দেশব্যাপী মোট ছয়টি ভেন্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করছে টুর্নামেন্ট। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সঙ্গে থাকছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাব ১৩টি- ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, টিম বিজেএমসি, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, নোফেল স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। তবে শিরোপা লড়াইটা মূলত হবে বসুন্ধরা, ঢাকা আবাহনী আর শেখ জামালের মধ্যে।

আবাহনীর সামনে দ্বিতীয় হ্যাটট্রিক শিরোপার হাতছানি। শিরোপা ধরে রাখার মন্ত্র জপেই প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘লিগের বর্তমান চ্যাম্পিয়ন আমরা। এটাকে চাপ হিসেবে না নিয়ে প্রতিবারের মতো এবারও শুরুটা ভালো করতে চাই। এবং সেই ভালোটা শেষ পর্যন্ত নিয়ে যেয়ে লিগের শিরোপা জিততে চাই।’

গত আসরের রানার্সআপ শেখ জামাল ফেভারিটের তকমা গায়ে মেখে নামছে বসুন্ধরা কিংসের বিপক্ষে। দলের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি জানিয়েছেন, ভালো খেলেই এবার শিরোপা জিততে চান তারা, ‘এবার লিগে অনেক ভালো দল আছে। তবে মাঠে আমরা নিজেরা কেমন পারফরম্যান্স করব, সেটার ওপর নির্ভর করবে সাফল্য। আমাদের লক্ষ্য শিরোপা জেতা। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।’

শেখ জামালের প্রতিপক্ষ বসুন্ধরা যদিও নবাগত দল, কিন্তু গণনায় রাখতেই হবে তাদের। ফেডারেশন কাপে রানার্সআপ আর স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আগামনী বার্তা জানিয়েছে কিংস। দলটিতে আছেন ভালোমানের দেশি-বিদেশি ফুটবলার। তাদেরই একজন কলিনদ্রেস। কোস্টারিকার হয়ে যিনি খেলেছেন গত বিশ্বকাপে।

বসুন্ধরার কোচ অস্কার ব্রোজন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ আশা করছেন এবার। স্বাধীনতা কাপের সাফল্য প্রিমিয়ার লিগেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করছি, এবার অনেক জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লিগ হবে। স্বাধীনতা কাপের সাফল্য ধরে রেখে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের জন্য খেলব। লিগ জয়ের সামর্থ্য আমাদের আছে।’

এবারের লিগে প্রতি ক্লাবেই চারজন করে বিদেশি ফুটবলার থাকছেন। এর মধ্যে একজন খেলবেন এশিয়ান কোটায়। তাদের সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় প্রতিভাবান ফুটবলারও মাতাবেন মাঠ। আর ঢাকার বাইরে যেহেতু এবার লিগ ছড়িয়ে যাবে, দর্শক সমাগমও বেশি হওয়ার কথা। সব মিলিয়ে এবারের লিগটা জমজমাট হবে বলেই আশা দেশের ফুটবল ভক্তদের

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :