‘প্রধানমন্ত্রীর তারুণ্যের কাছে অনেক তরুণ হেরে যাবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ২০:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে তারুণ্য রয়েছে, অনেক তরুণ তার তারুণ্যের কাছে হেরে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে ‘ভ্রমণ ও সুস্থ সাংস্কৃতিক বিকাশে দূর হবে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ্রাসন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক আহমেদ পিপুলের বাংলাদেশে তোলা এবং বিশ্ব পর্যটক তানভীর অপুর বিভিন্ন দেশে তোলা ২০ ছবি এ প্রদর্শনীতে স্থান পায়। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

খালিদ বলেন, ‘৭২ বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে তারুণ্য রয়েছে, অনেক তরুণ তার তারুণ্যের কাছে হেরে যাবে। কাজেই আমরা খুব সৌভাগ্যবান জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করতে পারি। আমরা এরকম একটা তারুণ্য নির্ভর, সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন; যিনি প্রত্যেকটি বিষয়ে সঙ্গে সম্পৃক্ত আছেন। এমন কোন বিষয় নেই যে, প্রধানমন্ত্রী যুক্ত নয়।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন সংস্কৃতি কর্মী। তিনি ছবি তোলেন এবং ছবি আঁকেন। ছবি দেখেন।’

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মের জন্যই আমরা আমাদের দেশটাকে তৈরি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ‘আগামী প্রজন্মের জন্য আমরা এই দেশটাকে দিয়ে যেতে চাই’। সেটার জন্য দরকার একটা সাংস্কৃতিক বিপ্লব।’

মাদক সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টারেন্স জানিয়ে তিনি বলেন, ‘মাদক-সন্ত্রাস বা জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনেও ভূমিকা রাখতে পারে আলোকচিত্র।’

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) সাবেক পরিচালক অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/টিএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :