শেখ জামালকে হারিয়ে শুভসূচনা বসুন্ধরার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:২১

এবারের প্রিমিয়ার লিগে শক্তিমত্তায় সবার চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংস। শিরোপা প্রত্যাশী দলটি শুক্রবার ফেভারিটের মতই শুরু করেছে টুর্নামেন্ট। ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস ভিনিসিয়াসের একমাত্র গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়েছে কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কিংস-জামাল। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটা জমিয়ে তুলে দুদল। ২৭ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ নষ্ট হয় জামালের। সলোমন কিংয়ের বাড়ানো বল ডি-বক্সে পান আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেজ। কিন্তু গোলরক্ষক জিকোকে একা পেয়েও জালে জড়াতে পারেননি।

প্রথমার্ধের ওই সুযোগ কাজে লাগাতে না পারাটা পরবর্তীতে আক্ষেপে রূপ নেয় জামালের। দ্বিতীয়ার্ধে ম্যাচে এগিয়ে যায় বসুন্ধরা। ৬৯ মিনিটে ইমন মাহমুদ বাবুর অ্যাসিস্টে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভিনিসিয়াস। তার গোলটাই গড়ে দেয় ব্যবধান। কারণ এরপর আর ম্যাচে ফিরতে পারেনি শেখ জামাল।

এর আগে একই ভেন্যুতে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-১ ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/ ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :