বিজয় নয়, ‘গণতন্ত্র হত্যার’ উৎসব: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯
ফাইল ছবি

ভোটে জয়ের পর রাজধানীতে শনিবার করা বিজয় উৎসবকে ‘গণতন্ত্র হত্যার উৎসব’ বরছে বিএনপি। দলের জ্যেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, ‘আগের রাতে মহাভোট ডাকাতির পর ভুয়া নির্বাচনকে জায়েজ করার জন্য সরকার যা যা করছে তা চরম হাস্যকর।’

রবিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির মুখপাত্র। আগের দিন সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের উদ্যোগে পালিত হয় ‘বিজয় উৎসব’।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৫৭টি এবং জোটগতভাবে ২৮৮টি আসন পেয়েছে। আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন আরো একটিকে। এবং একটিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অন্যদিকে বিএনপি ও তার শরিকরা জিতেছে আটটিতে আর একটিতে জিতেছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। আর একটি আসনে ভোট হবে আগামী ২৭ জানুয়ারি।

বিএনপির অভিযোগ, আগের রাতে সিল মেরে এবং ভোটের দিন তাদের সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ায় এই ফলাফল হয়েছে।

রিজভী বলেন, ‘জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তথাকথিত বিজয়ের উৎসব উদযাপন করেছে সরকার। এটা আসলে বিজয় নয়, গণতন্ত্র হত্যার উৎসব ছিল।’

সারাদেশ থেকে বাসভর্তি ভাড়াটে লোকজন এনেও উদ্যান ভরা যায়নি বলেও দাবি বিএনপি নেতার। সমাবেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩০ ডিসেম্বর নির্বাচনে তার দলকে বিজয়ী করার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন-জনগণ নাকি এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। শেখ হাসিনার এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা তারা ভেবে পাচ্ছে না। যখন ভোট ডাকাতির ঘটনায় জনগণ ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা, তখন তাদেরকে নিয়ে এ ধরনের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়।’

‘জনগণ মনে করে- ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানানো উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে। কারণ ভোটের আগের দিন রাতে তারাই নৌকা মার্কায় সিল দিয়ে ব্যালট বাক্স ভরেছেন।

‘সুতরাং গোপনে উৎকোচ দেওয়া হলেও প্রকাশ্যে সরকারের বিভিন্ন বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর।’ ‘পৃথিবীর খ্যাতনামা স্কলার’রা নির্বাচনকে ‘ইতিহাসের নিকৃষ্টতম’ অভিহিত করেছেন বলেও দাবি করেন রিজভী। বলেছেন, ‘এরকম ভুয়া ভোটের নির্বাচন বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে কানাকড়ি মূল্য নেই। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার কখনোই টিকতে পারেনি।’

রিজভীর দাবি, ‘মিথ্যা জয়ে’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ‘পৈশাচিক উল্লাসে’ মেতে উঠেছে। কুৎসিত অপকর্ম করতে তারা এখন বেপরোয়া। তারা বিরোধী দলের সহায়-সম্পত্তি দখল ও লুটের পাশাপাশি নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন।

বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :