বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২০:১৮

‘বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ’ হিসেবে পরিচিত জাপানের নাগরিক মাসাজো ননাকা রবিবার ১১৩ বছর বয়সে মারা গেছেন। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

গিনেস বুক অব রেকর্ডসের তথ্য অনুযায়ী, রাইট ভাতৃদ্বয় বিমান আবিষ্কারের দুই বছর পর ১৯০৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। মাসাজো ননাকা জন্মের কয়েক মাস আগে আলবার্ট আইনস্টান তার আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন।

গত বছর স্পেনের নাগরিক ফ্রান্সিসকো নুনেজ ওলিভেরা মৃত্যুর পর ননাকাকে বিশ্বের বয়স্কতম পুরুষ হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব রেকর্ডস।

তার নাতনি ইউকো জাপানের কিয়োডো নিউজকে বলেন, ‘আমরা তার মৃত্যুতে খুবই শোকাহত। গতকালও তিনি স্বাভাবিক ছিলেন। কোনো ধরনের অসুস্থতা ছাড়াই তিনি পরপারে চলে গেলেন।’

মাসাজো ননাকার ছয় ভাই ও এক বোন। ১৯৩১ সালে তিনি বিয়ে করেন এবং তার পাঁচ সন্তান রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ননাকা তার শহরে ‘হট স্প্রিং ইন’ নামে একটি হোটেল চালাতেন। টেলিভিশনে কুস্তি দেখে আর মিষ্টি খেয়ে অবসর সময় কাটাতেন।

জাপানে নাগরিকদের আয়ু সবচেয়ে বেশি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক বয়স্ক নাগরিকদের বসবাস জাপানেই। তার মধ্যে একজন জিরোয়েমন কিমুরা। ২০১৩ সালে ১১৬তম জন্মদিন পালনের কিছুদিন পর তিন মারা যান।

গিনেস বুক জানায়, ফ্রান্সের জিয়ানি লুইজ কালমেন্ট নামে ফ্রান্সের এক নাগরিক ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত যাচাইকৃত সবচেয়ে বেশি বয়স্ক নাগরিক ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :