বরিশালে শহীদ আসাদ দিবস পালন

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২১:০৪

বরিশালে শহীদ আসাদ দিবস পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে রক্ষিত উনসত্তরের আন্দোলনে শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের মিজানুর রহমান সেলিম, দেওয়ান আব্দুর রশিদ নিলু, জলিলুর রহমান, সাইদুর রহমান প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ ৬৯’র আন্দোলনকে আরো বেগবান করে। গণআন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তার আত্মত্যাগের কারণেই স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়েছিল।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :