আগুনে প্রাণ গেল যবিপ্রবি ক্যাফেটেরিয়া কর্মীর

যবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মী সাগর বিশ্বাসের নিভে গেল জীবন প্রদীপ।রবিবার সকাল আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

গত মঙ্গলবার সকালে ক্যাফেটেরিয়ার রান্না ঘরে প্রতিদিনের মত কাজ করতে যান সাগর।কিন্তু সবদিনের থেকে সেই দিনটি ছিল অন্যরকম কেরোসিনের চুলায় জ্বালানোর কিছুক্ষণ পর হঠাৎ বার্ণারে বিস্ফোরণ ঘটে।আগুন লেগে যায় শীতবস্ত্রে।দ্রুত আগুন নেভালেও পুড়ে যায় সাগরের ডান হাত সংলগ্ন অনেকখানি অংশ।প্রাথমিকভাবে তাকে ভর্তি করা হয় যশোর সদর হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কা হয় তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।জীবনের সাথে যুদ্ধ করে হেরে গেল সাগর।

ক্যাফেটেরিয়ার পরিচালক কামাল গাজীর সাথে কথা বললে তিনি জানান, ‘সাগরের চিকিৎসার সকল খরচ আমি করেছি।সে দীর্ঘ ৫-৭ বছর ধরে আমার এখানে কাজ করত।তাকে আমি নিজ সন্তানের মত দেখি।’

সাগর যশোর চৌগাছা উপজেলার দুড়িয়ালী গ্রাম নিবাসী হাপিতোষ বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র।চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। সন্ধ্যায় তার শবদাহ করা হয়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :