অ্যানড্রয়েডের মোড়কে আসছে মটো রেজর

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১০:৪৮

মটোরোলার এক সময়ের জনপ্রিয় ফোন মটো রেজর অ্যানড্রয়েডের মোড়কে আবার বাজারে আসছে। আগের মতোই এটি ফোল্ডিং ফোনই থাকছে।

হালকা পাতলা ফ্লিপ ডিজাইনে এই শতাব্দীর প্রথম দশকে বাজার কাঁপিয়েছিল মটোরোলার রেজর।

এ বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হতে পারে। এরপর এটি বাজারে আসবে। এটি বাজারে এলে এর দাম হবে ১৫০০ মার্কিন ডলার।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে মটোরোলা রেজর ফোন ফের বাজারে আসার খবর প্রকাশ হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পরে এখনো কোনো মন্তব্য করেনি বর্তমান মটোরোলার মালিকানাধীন প্রতিষ্ঠান লেনোভো। ২০০৪ সালে রেজর ভার্সন থ্রি বাজারে ছাড়ার পর ১৩ কোটি ফোন বিক্রি করেছে মটোরোলা।

এর আগেও ২০১১ সালে ২০১২ সালে রেজর ফোন বাজারে ফিরিয়ে এনেছি মটোরোলা। ড্রয়েড রেজর নামের সেই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ছিল অ্যানড্রয়েড। কিন্তু সেই ফোন গ্রাহক টানতে পারেনি।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা