পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১১:০৪

আজ সোমবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিট বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।

বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।

এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার উপরে পূর্ণিমা। এই চন্দ্রগ্রহণে বিশ্বের বেশ কয়েকটি জায়গা থেকে সুপার ব্লাড মুন চাক্ষুষ করা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, অন্যান্য দিনের তুলনায় সোমবার চাঁদ ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল থাকবে।

২০১৯ সালে মোট তিনটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হবে। এর মধ্যে কেবল ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণ এবং ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা