ইন্টারনেটের দাম আরো কমবে: পলক

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১১:১৭

আরেক ধাপে ইন্টারনেটের দাম কমবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইন্টারনেটের দাম কমার আভাস দিয়েছেন।

প্রতিমন্ত্রী পলক লিখেছেন, ‘কিছু দিন আগে ইন্টারনেটের সেবার উপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছিল। নতুন করে আই টি সি, আই আই জি ও এন টি টি এনের উপর ভ্যাট কমিয়ে ৫% করায় ইন্টারনেট সেবার দাম কমবে কমবে বলে আশা করছি।’

ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে পলক আরো লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

এদিকে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের ব্যবহার এক হাজার জিবিপিএস ছুঁয়েছে। দিন দিন বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা