রিয়ালে আরও থাকতে চান মদ্রিচ

ক্রীড়া ডেস্ক
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১১:৫৭

ক্রোয়াট তারকা লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির প্রায় শেষের পথে। ২০২০ সালে চুক্তি শেষে গুঞ্জন উঠেছিল নতুন মৌসুমে সিরি-আ ক্লাব ইন্টার মিলানে পাড়ি দিতে পারেন তিনি। কিন্তু না, রিয়ালেই বেশ উপভোগ করছেন এই তারকা। তাই চুক্তি শেষেও রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়ার ইচ্ছে ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের।

লা লিগায় শনিবার সাান্তিয়াগো বের্নাব্যুতে সেভিয়াকে হারানো ম্যাচে গোল করেন রিয়াল তারকা মদ্রিচ। জয়ের পর ম্যাচ শেষে জানালেন, সান্তিয়াগোর সঙ্গেই আরও থাকার কথা। চুক্তি বাড়ানো প্রসঙ্গ নিয়ে মদ্রিচ বলেন,‘রিয়ালের সঙ্গে আমার চুক্তি এখনো দেড় বছর বাকি আছে। যদিও এখনিই কোনো কিছু ভাবছি না। তবে আমার ইচ্ছে,এই ক্লাবের সঙ্গে আরও বেশি থাকার। এখানে আমি প্রথমদিন যেমন খুশি ছিলাম এখনও তেমনই খুশি আছি।’

লা লিগায় চলতি মৌসুমে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। শনিবার সেভিয়াকে হারিয়ে তিনে উঠেছে বার্সা। তবে বার্সা থেকে এখনো সাত পয়েন্ট পিছিয়ে মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে বার্সার সঙ্গে প্রতিযোগিতা নিয়ে মিডফিল্ডার মদ্রিচ বলেন,‘ এখন আমাদের বার্সেলোনা কিংবা কে কত পয়েন্ট সংগৃহীত করলো তা নিয়ে চিন্তা করলে চলবে না। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। মৌসুমের শেষে নিজেদের অবস্থান কী সেটা দেখাটা জরুরী। অন্যদের দিকে তাকালে চলবে না।’

(ঢাকাটাইমস/২১ জানুযারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :