২১ আগস্ট মামলায় দণ্ডিত দুই সাবেক আইজিপির জামিন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩

একুশে আগস্ট গ্রেনেড মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদাকে জামিন দিয়েছে উচ্চ আদালত।

সোমবার দুই জনের আপিল গ্রহণ করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এই আদেশ দেয়।

এই দুই সাবেক পুলিশ প্রধান দুই বছর করে কারাদ- পেয়েছেন। এর মধ্যে ১৪ মাস এরই মধ্যে তারা কারাগারে কাটিয়েছেন। এই যুক্তিতে তাদের ছয় মাসের জামিন দিয়েছে আদালত। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষে শুনানি করা সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

দুই আইজিপির পক্ষে শুনানি করা জামিলুর রহমান জানান, দুই সাবেক আইজিপি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তারা দ-ের বিরুদ্ধে আপিল করেছিলেন। এই আপিল গ্রহণ করে এই আদেশ দেওয়া হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং ২৩ জনকে হত্যার ঘটনায় করা এই মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদ-ের রায় এসেছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

হামলার ১৪ বছর পর গত বছরের ১০ অক্টোবর ওই রায় আসে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদ-ও।

মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। এদের দুই জন ছিলেন জামিন পাওয়া শহুদুল হক ও আশরাফুল হুদা। তাদের কারাদ-ের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও হয়েছে। অনাদায়ে আরো ছয় মাস থাকতে হবে কারাগারে।

আসামিদের প্রশ্রয় দেওয়া এবং সাক্ষ্য-প্রমাণ নষ্ট করে মিথ্যা তথ্য সরবরাহ করার অভিযোগে এই শাস্তি পান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের দুই আইজিপি। ওই হামলার পর সে সময়ের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগ ছিল। আর নিরীহ জজ মিয়াকে ফাঁসানোর ঘটনা ফাঁস হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ওই আমলে এক দফা এবং আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় ফেরার পর আরেক দফা তদন্ত হয়। আর এই পুনঃতদন্তেই তারেক রহমান, সাবেক দুই আইজিপিসহ বেশ কয়েকজন আসামি হন।

গত ১০ অক্টোবরের রায়ে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য গত বছরের ২৭ নভেম্বর নথি পাঠানো হয় হাই কোর্টে। আর রায়ের বিরুদ্ধে আপিল করেন দ-িতরা।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমএবি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :