সেঞ্চুরি হবে ভাবেননি ইভান্স

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯

বিপিএল খেলতে এসে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ ছিলেন রাজশাহী কিংসের ইংলিশ ক্রিকেটার লরি ইভান্স। প্রথম পাঁচ ম্যাচে তার স্কোর ছিল যথাক্রমে ১০, ১*, ০, ২ ও ০। এক ম্যাচে তাকে বসিয়েও রাখা হয়েছিল। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাকে আবার একাদশে ডাকা হয়। আর সুযোগ পেয়েই দুর্দান্ত একটি সেঞ্চুরি উপহার দেন তিনি। কিন্তু ব্যর্থতার বৃত্তে থাকা ইভান্স ভাবতেও পারেননি যে, তিনি সেঞ্চুরি করবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফর্মে ফেরার পেছনের রহস্য সম্পর্কে লরি ইভান্স বলেন, ‘জানি না। আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) ও টি-১০ লিগের পর আমি বিরতিতে ছিলাম। এই সময়ের মধ্যে আমি বিয়ে করেছি। সুতরাং, এখানে যখন এসেছি তখন সঙ্গে করে ফর্ম নিয়ে আসিনি। বিপিএল ভালো মানের একটি টুর্নামেন্ট। আমি শুধু মৌলিক ক্রিকেট খেলেছি এবং নিজেকে ফিরে পেয়েছি। এর পেছনে মূল রহস্য ছিল কঠোর পরিশ্রম।’

সেঞ্চুরিটি বিশেষ কিছু কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা বিশেষ কিছু। আমি ফ্র্যাঞ্চাইজি ও কোচের প্রতি কৃতজ্ঞ আমাকে সুযোগ দেয়ার জন্য। আমি রানে ছিলাম না। সুতরাং, আজ এমন পারফরম্যান্স করতে পারব এটা মোটেও চিন্তা করিনি। টেন ডেসকাটের সঙ্গে ব্যাটিং করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমরা দুজন আলোচনা করেছিলাম যে, দলকে আমাদের ভালো সংগ্রহ এনে দিতে হবে।’

ইভান্স বলেন, ‘সেঞ্চুরি করেছি, দল জিতেছে। খুবই ভালো লাগছে। সামনের ম্যাচে আমি প্রথম বলে আউট হয়ে যেতে পারি। আমার মোটেও প্রত্যাশা ছিল না যে, আজ সেঞ্চুরি করব। এই জয়টি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কুমিল্লার মতো শক্তিশালী দলের সাথে জিততে পারাটা দারুণ। আপনারা জানেন, এর আগে আমরা তাদের কাছে হেরেছিলাম। আমরা এখনো আমাদের সেরা দল বের করতে পারিনি। কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্ট খুবই শক্তিশালী। এজন্যই আমরা চেষ্টা করি ভালো সংগ্রহ এনে দিতে যাতে বোলাররা ডিফেন্ড করতে পারে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সোমবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৮ রানে জয় পায় রাজশাহী কিংস। ৬২ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন লরি ইভান্স। তাই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :