মনোনয়ন জমা দিলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

সংরক্ষিত নারী আসনে সাংসদ সদস্য হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার বিকালে ধানমণ্ডিতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় অপু বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী নই, কাজের সুযোগপ্রত্যাশী। অনেক আগে থেকেই নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করছি। প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তবে শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করব।’

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় ছিলেন অপু বিশ্বাস। অন্য তারকাদের সঙ্গে মাঠে নেমে নৌকায় ভোট চেয়েছেন। ছুটে বেড়িয়েছেন এখানে-সেখানে। এবার নিজেই চাইছেন নৌকা প্রতীকের প্রার্থী হতে।

সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটের ফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন বাধ্যতামূলক। সেক্ষেত্রে আগামী ১ এপ্রিলের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

সেই লক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে তোড়জোড় শুরু করে দিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরাও। তাদেরই একজন অপু বিশ্বাস। এছাড়া তালিকায় আছে অভিনেত্রী মৌসুমী, তারিন, রোকেয়া প্রাচী, শমী কায়সার ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক নাম।

ঢাকা টাইমস/২১ জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :