আশরাফের স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ২০:১২
ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের শুরুতেই এই শোক জানানো হয়।

মন্ত্রিসভা বৈঠকে সৈয়দ আশরাফ স্মরণে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর তার জীবন-কর্ম ও আওয়ামী লীগের রাজনীতিতে তার অবদান তুলে ধরেন মন্ত্রিসভার সদস্যরা।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম আজ আমাদের মাঝে নেই, এটা অত্যন্ত দুঃখজনক। আশরাফকে ছোটবেলা থেকেই আমি চিনি, কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে ছাত্রলীগ করত। আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ছিল।’ এ সময় প্রধানমন্ত্রীর চোখ ছলছল করতে দেখা যায় বলে জানান উপস্থিত মন্ত্রিসভার একাধিক সদস্য।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :