মুশফিকদের ১৪০ রানের টার্গেট দিল ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:১৮ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ২০:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ বলে ২৮ রান করেন শুভাগত হোম। ১৮ বলে ২৭ রান করেন নুরুল হাসান সোহান। চিটাগংয়ের বোলারদের মধ্যে ক্যামেরন দেলপোর্ট ৩টি, রব্বি ফ্রাইলিঙ্ক ২টি, আবু জায়েদ রাহি ২টি ও সৈয়দ খালেদ আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।

ইনিংসের প্রথম ওভারেই ওপেনিং জুটি ভাঙে ঢাকার। ওভারের তৃতীয় বলে রনি তালুকদারকে বোল্ড করেন ফ্রাইলিঙ্ক। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে অপর ওপেনার সুনিল নারিনকেও বোল্ড করেন ফ্রাইলিঙ্ক। নবম ওভারে দুই উইকেট নেন পেসার আবু জায়েদ রাহি। ওভারের তৃতীয় বলে হেইনো কুনের স্ট্যাম্প গুঁড়িয়ে দেন তিনি। শেষ বলে দেলপোর্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডারউইশ রাসুলি।

১৫তম ওভারে সাকিব ও নুরুলকে প্যাভিলিয়নের পথ ধরান দেলপোর্ট। ওভারের দ্বিতীয় বলে ইয়াসির আলীর হাতে ধরা পড়েন সাকিব। শেষ বলে স্ট্যাম্পিং হন নুরুল। এর পরের ওভারেই দাসুন শানাকার হাতে ক্যাচ বানিয়ে আন্দ্রে রাসেলকে আউট করেন খালেদ আহমেদ। ১৯তম ওভারে নাঈমকে বোল্ড করেন দেলপোর্ট। ইনিংসের শেষ ওভারে রান আউট হন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডায়নামাইটস ইনিংস: ১৩৯/৯ (২০ ওভার)

(রনি ০, নারিন ১৮, কুন ১৮, সাকিব ৩৪, রাসুলি ০, নুরুল ২৭, রাসেল ১, শুভাগত ২৮, মোহাম্মদ নাঈম ৬, মোহর ০*; ফ্রাইলিঙ্ক ২/১৯, নাঈম হাসান ০/২৭, খালেদ আহমেদ ১/২৭, রাহি ২/২৬, মোসাদ্দেক ০/১১, দেলপোর্ট ৩/২৫)।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :